Bangladesh
বাংলাদেশ সফরের সময় রোহিঙ্গাদের ছোট দলের সাথে সাক্ষাৎ করবেন পোপ ফ্রান্সিস?

27 Nov 2017

#

ঢাকা, নভেম্বর ২৮ঃ আগামী বাংলাদেশের সফরের সময় মিয়ানমার থেকে এই দেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি ছোট দলের সাথে সাক্ষাৎ করবেন পোপ ফ্রান্সিস।

বাংলাদেশের মাটিতে উনি সফর করবেন পোপ ফ্রান্সিস ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত।

 

এই মুহূর্তে উনি মিয়ানমার সফরে আছেন।

 

মিয়ানমার সফর শেষ করে উনি বাংলাদেশে আসবেন।

 

কাকরাইলে আর্চবিশপ হাউসে সংবাদ সম্মেলনের সময়  বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেছেনঃ "প্রথম যখন পরিকল্পনা করা হয় তখন একদিনের সফরের পরিকল্পনা করা হয়েছিল। সেখানে যাওয়ার বিষয় চিন্তাও করা হয়নি, তখন রোহিঙ্গা ইস্যুটা আসেই নাই। দ্বিতীয়ত, এটাকে কর্মসূচিতে সংযুক্ত করা অসম্ভব হয়ে গেছে।

 

“এটা যদি সম্ভব হতো, তাহলে আমরাও বলতাম, পোপ মহোদয় আমরা ওখানেই যাই। কিন্তু সেটা হচ্ছে না। আমরা চেষ্টা করছি সরকারের অনুমোদনে এবং সহযোগিতায় একটি ছোট্ট দল এখানে নিয়ে আসার," উনি বলেন।

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই সফরে সাক্ষাৎ করবেন পোপ।

 

বাংলাদেশের মাটিতে আরও বেশ কিছু অনুষ্ঠানে উনি উপস্থিত থাকবেন।

 


কিছুদিন আগে, নিজের ভিডিও বার্তায় পোপ বলেছেনঃ "আর কয়েকদিনের মধ্যে বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের মানুষকে আমি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা জানাতে চাই। আমি অপেক্ষায় আছি সেই সময়ের, যখন আমরা মিলিত হব।”


 
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics