Entertainmentবদলা নিলেন সানি লিওন, ভিডিও শেয়ার করলেন টুইটারে
বদলা নিলেন সানি লিওন, ভিডিও শেয়ার করলেন টুইটারে
মুম্বাই, নভেম্বর ২৮ঃ মধুর বদলা নেওয়া বোধহয় একেই বলে।

আর বদলা নিয়েছেন বলিউডের দুষ্টু মিষ্টি অভিনেত্রী সানি লিওন।

 

আর এই পুরো ঘটনাটির সাক্ষী হিসেবে রেখেছেন নিজের ভক্তদের।

 

ঘটনাটির শুরু হয় গত সপ্তাহে।

 

একটি ছবির সেটে, ব্যস্ত সানি কিছু একটা পড়ছিলেন চেয়ারে বসে।

 

শুটিংয়ের একজন সদস্য সেই সময় সানির গায়ে শাপ ফেলে দেন।

 

চমকে উঠে সানি তার পেছনে দৌড়ান।

 

এই পুরো ঘটনাটির ভিডিও সানি টুইটারে শেয়ার করেন।

 

ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছে।

 

আর রোববার, সানি আবার একটি নতুন ভিডিও শেয়ার করেছেন।

 

নতুন ভিডিওতে সানিকে দেখা যাচ্ছে দুটি চকলেট কেক নিয়ে ‘ধড়াম’ করে রজনীর মুখে মেখে দৌড়ে পালিয়ে যাচ্ছেন।

 

এইভাবে, দর্শকদের জন্য একটু না হয় মজার মুহূর্ত উপহার দিলেন সানি।

 

বড় পর্দায় খুব শিগগিরি তেরা ইন্তেজার ছবিতে দেখা যাবে সানিকে।

 

Image: Video Grab from Sunny Leone Instagram page 
Video of the day
Morning Live Bangladesh TV News BD 16 December 2017 Bangla News 24 TV Online Bangla TV News
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics