Bangladesh
বাংলাদেশের প্রশংসা করলেন পোপ

30 Nov 2017

#

ঢাকা, নভেম্বর ৩০ঃ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মানুষদের আশ্রয় দেওয়ার জন্য পোপ ফ্রান্সিস বাংলাদেশের প্রশংসা করেছেন।

আজ উনি প্রথমবার বাংলাদেশের সফরে এসেছেন।

 

উনি শরণার্থী সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার জন্য সকল বিশ্ববাসীকে আহ্বান করেছেন।


বঙ্গভবনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ধর্মগুরু এই কথাগুলি বলেছেন।

 

নিজের বক্তব্যে পোপ যদিও 'রোহিঙ্গা' শব্দটি  এড়িয়েছেন।

 

এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে চলা সমস্যার প্রসঙ্গটি তুলে ধরে, পোপ বলেনঃ "এটা ছোট কোনো বিষয় নয়, বরং পুরো বিশ্বের সামনেই এটি ঘটেছে। পুরো পরিস্থিতি, মানুষের অবর্ণনীয় কষ্ট এবং শরণার্থী শিবিরগুলোতে থাকা আমাদের ভাই-বোন, যাদের বেশিরভাগই নারী ও শিশু, তাদের ঝুঁকির গুরুত্ব বুঝতে আমরা কেউই ব্যর্থ হইনি।”

 

"কঠিন এই সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত," উনি বলেন।

 

উনি বলেন রাজনৈতিকের পাশাপাশি, বাংলাদেশে দ্রুত মানবিক সহায়তাও দিতে হবে।

 

বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানোয় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে পোপ ধন্যবাদ জানিয়েছেন।

 

বিমানবন্দরেও হামিদ ওনাকে স্বাগত জানান।

 

তিন দিনের জন্য এই সফরে এসেছেন পোপ।

 

আগামীকাল উনি এই দেশে একটি ব্যস্ত দিন কাটাবেন।

 

শনিবার ঢাকা ছারবার কথা আছে ওনার।
 
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics