Entertainment
পদ্মাবত ভারতের বক্স অফিসে পৌঁছে গেছে ১২৯ কোটির অঙ্কে

30 Jan 2018

#

মুম্বাই, জানুয়ারি ৩১ঃ সোমবার পর্যন্ত পদ্মাবত ছবিটি ভারতের বক্স অফিসে কামিয়ে নিয়েছে ১২৯ কোটি টাকা।

বলিউড বাণিজ্যবিশ্লেষক তরণ আদর্শ টুইট করে এই তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার ভারতে মুক্তি পেয়েছিল এই ছবি।

রাজপুত করনি সেনার হুমকি এবং বিরোধের জেরে ভারতের ৪ রাজ্যে এই ছবির প্রদর্শনী বন্ধ ছিল।

রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে  ছবির প্রদর্শনী হয়নি।

বিদেশের মাটিতেও এই ছবি সফল এখনও পর্যন্ত, জানিয়েছেন তরণ।

সঞ্জয় লীলা বনসালি এই ছবিটির পরিচালনা করেছেন।

‘পদ্মাবত’ দীপিকা পাড়ুকোনের জীবনের সপ্তম ছবি জেতি ১০০ কোটি ক্লাবে পা দিয়েছে।

‘চেন্নাই এক্সপ্রেস’,‘হ্যাপি নিউ ইয়ার’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘বাজিরাও মাস্তানি’,‘রাম লীলা’ এবং ‘রেস টু’  ছবি আগে ১০০ কোটি কামিয়েছে।

ছবিতে রনবীর সিংহ ও শাহীদ কাপুর অভিনয় করেছেন।

 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics