Financeগ্রামীণফোনের ফোর জি সেবা ঢাকায় দ্রুত চালু হবে
গ্রামীণফোনের ফোর জি সেবা ঢাকায় দ্রুত চালু হবে
ঢাকা, ফেব্রুয়ারি ১৩ঃ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন জানিয়েছেন দেশে চতুর্থ প্রজন্মের সেবার লাইসেন্স পাওয়ার পর খুব শিগগিরি সুবিধাটি গ্রাহকদের দেওয়া হবে।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল ফোলি এই সেবা প্রাথমিকভাবে ঢাকায় চালু কয়রা হবে।

 

ঢাকা ক্লাবে তরঙ্গের নিলামে ১ হাজার ২৮৪ কোটি টাকায় ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ নিয়েছে  গ্রামীণফোন।

 

ফোলি সাংবাদিকদের বলেনঃ " আমাদের প্রযুক্তি নিরপেক্ষে স্পেকট্রামের সাথে  নতুন এই স্পেকট্রাম যোগ হওয়ায় গ্রামীণফোন দেশের সবচেয়ে আধুনিক নেটওয়ার্কের মাধ্যমে সেরা ফোর জি সেবা প্রদানে একটি দৃঢ় অবস্থানে পৌঁছে গেল।"

 

উনি জানান যে নতুন পরিষেবার জন্য  নেটওয়ার্কের আধুনিকায়ন করা হচ্ছে।

 

"ফোর জি লাইসেন্স পাওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা এই সেবা চালু করতে পারব,"  ফোলি বলেন।

 

নতুন আধুনিকায়ন স্তরের কাজ শেষ হলে গ্রাহকেরা ফোর জি গ্রাহকরা নিরবচ্ছিন্ন এইচডি ভিডিও ও লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিও কল এবং অতি দ্রুতগতিতে ডাউনলোড করতে পারবেন, জানান ফোলি।

 

ফোলি বলেন, “থ্রি জি টেকনোলজির সীমাবদ্ধতা দূর করবে ফোর জি। যার ফলে, দেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ তৈরি হবে।”
Video of the day
Bangla News Today 16 February 2018 Bangladesh Jamuna News Latest Bangla Tv News all bangle bd update
More Finance News
Recent Photos and Videos

Web Statistics