Entertainment
‘হলুদবনি’ ছবিতে তিশার অংশের শুটিং শেষ

23 Feb 2018

#

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ঃ তিশা অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘হলুদবনি’র ওনার অংশের শুটিং শেষ হয়েছে।

গত বছর গোড়ার দিকে এই ছবির শুটিং শুরু হয়েছিল।

 

গতকাল এই শুটিং এর অংশ শেষ হয়েছে।

 

ভারত থেকে ঢাকায় শুটিং এর জন্য এসেছিলেন  পরমব্রত চট্টোপাধ্যায়। 

 

বনানীতে এই শুটিং হয়েছে, সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

আজ সকালে ঢাকা ত্যাগ করেন পরম।

 

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবিটি।

 

বাংলাদেশের তাহের শিপন আর ভারতের মুকুল রায় চৌধুরী এই ছবির যৌথ পরিচালনা করেছেন।

 

পদ্মনাভা দাশগুপ্ত এই ছবির  চিত্রনাট্য লিখেছেন।

 

তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম এই ছবিতে অভিনয় করেছেন।

 

Image: Nusrat Imrose Tisha Facebook page 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics