Entertainment
দেবি ছবির টিজার প্রকাশ করলেন জয়া আহসান

15 Apr 2018

Jaya Ahsan unveils Debi teaser
ঢাকা, এপ্রিল ১৬ঃ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ওনার আগামী ছবি ‘দেবী’র টিজার প্রকাশ করেছেন।

নিজের ফেসবুক পেজে এই ছবির টিজার ভক্তদের জন্য শেয়ার করে উনি লেখেনঃ "'আমি সব কিছু বলে দিতে পারি। আমি যা বলি, সব সত্য হয়' - রানু এবার তাহলে শুরু হোক সত্য উদঘাটনের পালা।"


উনি টিজারের বিষয় ইংরেজিতে আরও বেশ কিছু তথ্য নিজের ফেসবুকে লেখেন।


হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘দেবী’।


হুমায়ূন আহমেদের জনপ্রিয় চরিত্র মিসির আলীকে এই প্রথমবার বড় পর্দায় দেখা যাবে।

 

ছবির  প্রযোজক হলেন জয়া আহসান।


প্রসঙ্গত, অনম বিশ্বাসের নির্মাণে ‘দেবী’ চলচ্চিত্রে মিসির আলী হয়ে সবার মন জয় করতে আসতে চলেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।


তবে, ছবির মুক্তি দিন এখনও পরিষ্কার করে জানানো হয়নি।


 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics