Bangladesh Live News | @banglalivenews | 23 Jul 2018

এ জন্য হাসপাতালগুলোকে ১০ থেকে ১৫ লাখ টাকা অগ্রিম দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযোদ্ধারা সব পর্যায়ের সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সুবিধা দিতে রোববার স্বাস্থ্যসেবা বিভাগ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এতে স্বাক্ষর করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১৪টি বিশেষায়িত হাসপাতালকে ১৫ লাখ টাকা করে অগ্রিম দেয়া হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধার সংখ্যা অনুযায়ী উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতালগুলোকে ১০ থেকে ১৫ লাখ টাকা করে দেয়া হবে। সোমবার মধ্যেই এই টাকা তাদের কাছে চলে যাবে। একজন মুক্তিযোদ্ধা ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সহযোগিতা পাবেন।
মোজাম্মেল হক বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আসার পর তিনি প্রথম ঘোষণা দিয়েছিলেন কিছু বেড (হাসপাতালের সিট) মুক্তিযোদ্ধাদের জন্য রিজার্ভ থাকবে।
চিকিৎসা পাবেন কিন্তু এতে প্রয়োজন মিটছিল না, তাই আমরা এটকে আরও সম্প্রসারিত করে যাতে শতভাগ সেবা নিশ্চিত করতে পারি, সেজন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
তিনি বলেন, ‘ওষুধপত্র, বিভিন্ন টেস্ট, হাসপাতালের সিট ভাড়াসহ যা যা আছে বিনামূল্যে দেয়া হবে। একজন মুক্তিযোদ্ধাকে তার পকেট থেকে কোনো অর্থই ব্যয় করতে হবে না।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, অনেক মুক্তিযোদ্ধা নানারকম অসুখে আক্রান্ত।
মুক্তিযোদ্ধাদের সেবা করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব আমরা পালন করছি। আমি কথা দিচ্ছি, আমরা এটি সম্পাদন করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ। অবশ্যই করব।
সূত্র জানায়, বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখের কিছু বেশি। তারা সকলেই এখন প্রায় ষাটোর্ধ্ব, জীবন সায়াহ্নে তারা উপস্থিত। বাধ্যর্ক্যরে কারণে তারা নানা জটিল রোগে ভুগছেন।

- বিজয় দিবসে স্মার্টকার্ড পাবেন মুক্তিযোদ্ধারা
- ৯৯ বীর মুক্তিযোদ্ধার মাকে সংবর্ধনা
- মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় টিপু সুলতানের মৃত্যুদন্ড
- পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ ৩ জন নিহত
- মুক্তিযোদ্ধাদের অসচ্ছলতা রাষ্ট্রের জন্য লজ্জার
- মুক্তিযুদ্ধ প্রতিদিন: ২ ডিসেম্বর ১৯৭১
- মুক্তিযুদ্ধের চার প্রকল্প দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মহলকে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ছেলের চাকরি ফিরে পেতে আমরণ অনশন মুক্তিযোদ্ধার
- চিরনিদ্রায় বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা
- যুদ্ধাপরাধী আজহারের ফাঁসির রায় ১৪০০ হত্যার দায়ে
- মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রত্যাখ্যান
- যুদ্ধাপরাধ : বাবা-ছেলেসহ ৫ রাজাকারের ফাঁসির রায়
- মুক্তিযোদ্ধার কাছে মুক্তিযুদ্ধের গল্প শুনল শিক্ষার্থীরা
- কাভার্ডভ্যানের চাপায় মুক্তিযোদ্ধা নিহত
- হাজার হাজার মুক্তিযোদ্ধা হত্যা করেছেন জিয়া : শামসুদ্দিন মানিক
- শেখ হাসিনার নামে ১০ বছর কোরবানি দিচ্ছেন এক মুক্তিযোদ্ধা
- মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ৪৬ বীরাঙ্গনা
- মুক্তিযোদ্ধারা আগামী বছর থেকে ১৫ হাজার টাকা ভাতা পাবেন
- নাটোরের ৫৬ মুক্তিযোদ্ধার গেজেট প্রকাশের নির্দেশ
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সংগে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাত