Bangladesh Live News | @banglalivenews | 07 Oct 2018
_(cropped)-1538922918.jpg&w=671)
প্রায় এক বছর আগে আঙুলের যে ইনজুরিতে পড়েছিলেন, সেটার সময়মত অস্ত্রোপচার না করানো এবং জোর করে খেলায় যে অবস্থা তৈরি হয়েছে, তাতে এমনটাই আশংকা করা হচ্ছে।
আঙুলের চিকিৎসা করানোর উদ্দেশ্যে শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে বিমান বন্দরে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য নিজেই জানান সাকিব। আঙুলের অবস্থা ডাক্তারকে দেখানোর জন্য শুক্রবার রাতেই অস্ট্রেলিয়াগামী বিমানে উঠেছেন তিনি। পাঁচদিন সেখানে থেকে ফিরে আসবেন। এরপর আবারও যাবেন, ইনফকেশন জিরোতে নেমে আসলে অস্ত্রোপচার করার জন্য। তার আগে ডাক্তার হাতই দেবে না বলে জানান সাকিব।
জানুয়ারিতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময়ই আঙুলের ইনজুরিতে পড়েন সাকিব। এরপর বেশ কিছুদিন খেলার বাইরে ছিলেন এবং আঙ্গুলের চিকিৎসা করিয়ে মাঠে ফেরেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার সময়ই জানা গেছে, পুরোপুরি সুস্থ হতে হলে আঙ্গুলে অস্ত্রোপচার করাতে হবে।
ডনষেধ সত্তে¡ও ব্যাথা নাশক ইনজেকশন দিয়ে এবং ঔষধ খেয়ে সাকিব এশিয়া কাপ খেলে যান। কিন্তু শেষ পর্যন্ত পারেননি খেলতে। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিন্তানের মুখোমুখি হওয়ার আগেই আঙ্গুলের ব্যাথা এতটাই তীব্র হয় যে তিনি ব্যাটই ধরতে পারছিলেন না। বোলিং তো দুরে থাক। শেষ পর্যন্ত সে অবস্থায়ই দেশে ফিরে আসেন সাকিব। খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ এবং ভারতের বিপক্ষে ফাইনাল।
দেশে এসে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পর বুঝতে পারেন, মারাত্মক ক্ষতি হয়ে গেছে। সংক্রমণ এতটাই হয়েছে যে, পুরো আঙুল পুঁজে ভরে গেছে। অস্ত্রোপচার করে আগে সেই পুঁজ বের করা হয়। সাকিব শঙ্কা প্রকাশ করেন, আরেকটু হলেই সেই সংক্রমণ হাতের কব্জি ধরে ফেলতো এবং পুরো হাতই নষ্ট হয়ে যেতো।
তাই, আগে সংক্রমণ কমাতে হবে এবং এরপর অস্ত্রোপচার করে ভাঙ্গা হাঁড় ঠিক করতে হবে। এ জন্য অন্তত তিনমাস মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। আঙুলের উন্নত চিকিৎসার জন্য তাই সাকিবকে স্মরণাপন্ন হতে হচ্ছে অস্ট্রেলিয়ান শল্যবিদের।

- বিশ্বকাপের শেষে আর একদিনের ম্যাচ খেলবে না ক্রিস গেইল
- বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স
- বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করেন আইসিসি চেয়ারম্যান
- এক টেস্ট খেলতে পারবে না জেসন
- ১০ তরুণী ফুটবলারকে ১০ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী
- আমেরিকান টেনিস তারকা সেরেনা পৌঁছালেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে
- চীনের মেয়েরা টি ২০ ম্যাচের ইনিংসে ১৪ রানে অল আউট
- মাশরাফিকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন
- বিপুল ভোটে মাশরাফির জয়
- বাংলাদেশ নির্বাচনঃ জিতলেন মাশরাফি বিন মর্তুজা
- জনগণের সেবক হতে চাই : মাশরাফি
- সমতায় ফিরলো বাংলাদেশ
- প্রথম টি-টোয়েন্টির একাদশে নেই রুবেল-মিঠুন-অপু
- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয়
- পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ
- রাজনীতি এবং নির্বাচনে জড়াবার যে কারণ বললেন মাশরাফি
- স্পিন খেলতে না পারলে বাংলাদেশে যেও না: সঞ্জয় মাঞ্জেকার
- পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ, জিতল বাংলাদেশ
- তবুও জয় বাংলাদেশের