Bangladesh Live News | @banglalivenews | 11 Nov 2018

রোববার বেলা পৌনে ২টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন এই ক্রিকেটার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নিজের মনোনয়নপত্রটি সংগ্রহ করেন মাশরাফি।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায়নন্দী প্রমুখ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করে আওয়ামী লীগ। প্রথম দিনেই এক হাজার ৩২৮ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয় থেকে এক হাজার ৮৭২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।
শনিবার মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৩২০০ মনোনয়নপত্র বিক্রি হয়েছে আর জমা পড়েছে জমা পড়েছে ৪৬০।
তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৩ ডিসেম্বর, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৯ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
এ ছাড়া মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সাকিব আল হাসানের প্রার্থী হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে তিনি মত পাল্টান । এরআগে শনিবার সকালে তারা সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ফোন করে জানান, রেববার তারা মনোনয়ন ফরম কিনবেন।
মাশরাফির ভোটে দাঁড়ানোর বিষয়টি প্রথম সামনে আসে চলতি বছরের মে মাসে। ২৯ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি। সে ভালো মানুষ। তাকে ভোট দেবেন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলবো না।’
সাকিবের বিষয়টিও তখন থেকেই আলোচনায় ছিল। তবে বিশ্বখ্যাত এ দুই ক্রিকেটারের রাজনীতিতে সরাসরি সক্রিয় হওয়ার বিষয়টি নিয়ে কখনোই নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায়, প্রথমে সিদ্ধান্ত নিলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সাকিবকে দলীয় মনোয়নপত্র কিনতে মানা করা হয়। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কোন এক সময়ে ফোন করে সাকিবকে খেলায় বেশি মনোনিবেশ করার পরামর্শ দেন। কারণ আগামী বছরই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

- বিশ্বকাপের শেষে আর একদিনের ম্যাচ খেলবে না ক্রিস গেইল
- বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স
- বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ আশা করেন আইসিসি চেয়ারম্যান
- এক টেস্ট খেলতে পারবে না জেসন
- ১০ তরুণী ফুটবলারকে ১০ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী
- আমেরিকান টেনিস তারকা সেরেনা পৌঁছালেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনালে
- চীনের মেয়েরা টি ২০ ম্যাচের ইনিংসে ১৪ রানে অল আউট
- মাশরাফিকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন
- বিপুল ভোটে মাশরাফির জয়
- বাংলাদেশ নির্বাচনঃ জিতলেন মাশরাফি বিন মর্তুজা
- জনগণের সেবক হতে চাই : মাশরাফি
- সমতায় ফিরলো বাংলাদেশ
- প্রথম টি-টোয়েন্টির একাদশে নেই রুবেল-মিঠুন-অপু
- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয়
- পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ
- রাজনীতি এবং নির্বাচনে জড়াবার যে কারণ বললেন মাশরাফি
- স্পিন খেলতে না পারলে বাংলাদেশে যেও না: সঞ্জয় মাঞ্জেকার
- পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ, জিতল বাংলাদেশ
- তবুও জয় বাংলাদেশের