Entertainment
৫০ টি দেশে মুক্তি পেতে চলেছে সালমান খানের নতুন ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’

15 Jul 2015

#

মুম্বাই, জুলাই ১৬- জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খানের নতুন ছবি ‘বাজরাঙ্গি ভাইজান’ ভারতের বাইরে প্রায় ৫০ টি দেশে মুক্তি পাবে।

আগামীকাল ভারতে ও বহু দেশে মুক্তি পেতে চলেছে সালমান ও করিনা কপুর অভিনীত এই বছরের বহু প্রতীক্ষিত ছবিটি।

 

ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ইউকে, অস্ট্রেলিয়ার মত দেশে মুক্তি পাবে \'বাজরাঙ্গি ভাইজান’।

 

চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ বলেছেন এই ছবিটি থেকে দর্শকদের সাঙ্ঘাতিক প্রত্যাশা আছে।

 

প্রত্যেক বছর ঈদে নিজের একটি ছবির মুক্তি দিয়ে দর্শকের মন জয় করেন সালমান আর এই বছরেও ‘বাজরাঙ্গি ভাইজান’ হয়তো একই ভাবে জনপ্রিয় হয়ে উঠবে ভারত ও বিভিন্ন দেশের ছবির বাজারে।

 

এর আগে সালমান ও করিনাকে \'বডিগার্ড\' ছবিতে এক সাথে দেখা গেছিল। সেই ছবিও ২০১১ সালে ঈদে মুক্তি পেয়েছিল। 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics