Bangladesh
শেষ হল হাসিনা-সিরিসেনা বৈঠক, ১৪ চুক্তি-সমঝোতা স্বাক্ষরিত হল
শেষ হল হাসিনা-সিরিসেনা বৈঠক, ১৪ চুক্তি-সমঝোতা স্বাক্ষরিত হল
ঢাকা, জুলাই ১৪ঃ শুক্রবার ঢাকায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাএর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এই দুই নেতার বৈঠকের পরে, বিভিন্ন বিষয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে মোট ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

 

আজকে ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান শ্রীলঙ্কার শীর্ষ নেতা।

 

এই সময়, হাসিনা ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ও স্বাগত জানান নিজের কার্যালয়।

 

নিজেদের মধ্যে একান্ত বৈঠকের শেষে, আজকে  চামেলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন সেই দেশের  প্রতিনিধি দলের সদস্যরা।

 

হাসিনা ও সিরিসেনার উপস্থিতিতে,  দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়।

 

আজকে, অর্থনৈতিক ও কৃষি খাতে সহযোগিতা, উচ্চ শিক্ষা, বিনিয়োগ কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে, পররাষ্ট্র সেবা বিষয়ক ইন্সটিটিউট, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা প্রতিষ্ঠান ‘বিস’ ও শ্রীলঙ্কার এলকেআইআইআরএসএস’র মধ্যে এবং রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্র, দুদেশের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, সংবাদ সংস্থা এবং চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন ইন্সটিটিউট ও শ্রীলঙ্কা টেক্সটাইল ও অ্যাপারেল ইন্সটিটিউটের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলি তুলে ধরে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর সাক্ষরিত হওয়ার আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।

 

এই বৈঠকে শেষে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন যে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানোর সুযোগ আছে।

 

তিনদিনের সফরে, গতকাল বাংলাদেশের পৌঁছান সিরিসেনা।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওনাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

 

আগে, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশে এসেছিলেন।

 

উনি বৃহস্পতিবার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

 

পর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন উনি।

 

সেখানে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শ্রীলঙ্কান প্রেসিডেন্ট।

 

এখনও পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ওনার সাথে সাক্ষাৎ করেছেন।

 

আজ ওনার রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবার কথা আছে।
Video of the day
Bangla today news 20 March 2018 Bangladeshi latest news today bengali update bd news all bangla news
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics