Finance
ক্যাম্পেইনে অংশ নিয়ে আইফোন ৭ জিতলেন রবি গ্রাহক
ক্যাম্পেইনে অংশ নিয়ে আইফোন ৭ জিতলেন রবি গ্রাহক
ঢাকা, জুলাই ১৬ঃ ‘দ্বীনের কথা ঈদ ও রমজান’ ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার হিসেবে একটি আইফোন ৭ জিতেছেন কামরুল ইসলাম রাসেল নামে রবি’র একজন গ্রাহক।

ক্যাম্পেইনের শর্ত অনুযায়ী, ২০ হাজার পয়েন্ট অর্জনকারী প্রথম ব্যক্তি হিসেবে এ পুরস্কার পেয়েছেন তিনি।


রবি’র কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেসপনসিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর সম্প্রতি রাজধানীতে রবি কর্পোরেট অফিসে বিজয়ী গ্রাহকের হাতে এ পুরস্কার তুলে দেন।

 

এসময় রবি’র ভয়েস অ্যান্ড ভাস’র ম্যানেজার শাহানা পারভীন শিখাসহ এসএসডিটেক’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

যৌথভাবে এ ক্যাম্পেইনটির আয়োজক ছিল রবি এবং মোবাইল ভাস সল্যুশন অ্যান্ড কন্টেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান এসএসডিটেক লিমিটেড।

 

কুইজ ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রথমে দ্বীনের কথা ওয়াপ পোর্টালে (www.deenerkotha.com) গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে।

 

এ পোর্টাল থেকে ইসলামিক প্রশ্নের পাশাপাশি ওয়ালপেপার, অডিও ও ভিডিও-ভিত্তিক ইসলামী কন্টেন্ট পেয়েছেন গ্রাহকরা।


ক্যাম্পেইনের নিয়মানুযায়ী রবি গ্রাহকরা প্রশ্নের উত্তর দেয়া এবং কন্টেন্ট ডাউনলোডের মাধ্যমে পয়েন্ট যোগ করার সুযোগ পেয়েছেন।
Video of the day
Bangla today news 20 March 2018 Bangladeshi latest news today bengali update bd news all bangla news
More Finance News
Recent Photos and Videos

Web Statistics