Sportsচিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে খালেদ মাহমুদকে
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে খালেদ মাহমুদকে
ঢাকা, জুলাই ৩১ঃ আজ রাতেই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে অসুস্থ ক্রিকেটার খালেদ মাহমুদকে।

তবে আগের থেকে শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে ওনার।


ওনার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।


বিসিবি সভাপতি নাজমুল হাসান আজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে রাতেই ওনাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে।


মামুদ হলেন   বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক।

 

শনিবার গভীর রাতে নিজ বাসায় অসুস্থ হলে এই ক্রিকেটারকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলেও পরে অবস্থা আরও অবনতি ঘটলে ভর্তি করা হয় ইউনাইটেড হাসপাতালে।

 

১৯৯৯ সালে বিশ্বকাপ ছাড়াও বেশ কিছু দুর্দান্ত খেলার প্রদর্শন নিজের জীবনে খালেদ মাহমুদ করেছেন।

 

সেই ১৯৯৯ সালের বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ম্যাচেও খেলেছিলেন উনি।

 

Image: Youtube Grab
Video of the day
Today Bangla News
More Sports News
Recent Photos and Videos

Web Statistics