Entertainment
‘পদ্মাবতী’ ছবির ট্রেলার মুক্তি পেল

09 Oct 2017

#

মুম্বাই, অক্টোবর ৯ঃ সঞ্জয় লীলা বনসালীর ইতিহাস নির্ভর সিনেমা ‘পদ্মাবতী’ ছবির ট্রেলার আজ মুক্তি পেয়েছে।

এই ছবির পোস্টার কিছুদিন আগে মুক্তি পেয়েছিল।

 

দর্শকেরা পছন্দ করেছিল এই পোস্টারগুলি।

 

১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবিটি।

 

দীপিকা পাড়ুকোণ ও রণবীর সিং এই ছবিতে অভিনয় করেছেন।

 

রণবীর সিং সুলতান আলাউদ্দিন খিলজীর চরিত্রে অভিনয় করছেন এই ছবিতে।

 

এই দুইজনের বাদ দিলে ছবিতে অভিনয় করেছেন শহীদ কাপুর।

 

সে রানী পদ্মিণীর স্বামী রাজা মহারাওয়াল রতন সিং চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে।


 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics