Entertainmentআজ অমিতাভ বচ্চনের জন্মদিন
আজ অমিতাভ বচ্চনের জন্মদিন
মুম্বাই, অক্টোবর ১১ঃ বলিউড সুপারস্টার ও সকলের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন বুধবার ৭৫ বছর বয়সে পা রাখলেন।

‘অ্যাংরি ইয়াং ম্যান’ পরিচিতিতে খ্যাত বচ্চন শুধু ভারত না, দুনিয়াজুড়ে নিজের অভিনয়ের মাধ্যমে ভক্তদের মন জয় করেছেন।

 

আজ ওনাকে সাড়া দুনিয়ার ভক্তেরা টুইটার, ফেসবুক ও বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই অভিনেতাকে টুইটারের মাধ্যমে জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেনি।

 

উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন এই দুর্দান্ত অভিনেতা।

 

মা তেজি বচ্চন ও বাবা কবি হরিবংশ রাই বচ্চন গড়ে তুলেছিলেন ছোট্ট বচ্চনকে।

 

ধিরে ধিরে বলিউডে পা রাখা ও কিছু বছরের মধ্যেই উনি হয়ে উঠেছিলেন জনপ্রিয় অভিনেতা।

 

২০১৫ সালে তাঁকে পদ্মবিভূষণ সম্মান পেয়েছিলেন উনি।

 

আগামী দিনে বেশ কিছু ছবিতে দেখা যাবে ওনাকে।

 
Video of the day
Today Bangla News
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics