Entertainmentকাজল শেয়ার করলেন স্মরণীয় সেলফি
কাজল শেয়ার করলেন স্মরণীয় সেলফি
কলকাতা, নভেম্বর ১০ঃ সেলফির পাগল আজকাল সকলেই আর সেই জ্বর থেকে বাদ পরবেন কেন বলিউডের উভিনেত্রি কাজল।

মঞ্চটা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।

 

সেখানে, আজ কাজল উদ্বোধনি অনুষ্ঠানের দিন উপস্থিত ছিলেন বলিউড ও ভারতের ছায়াছবির দুনিয়ার এক ঝাক তারকা।

 

কাজল এই সময়টিকে কাজে লাগিয়েছেন  দর্শকদের জন্য একটি স্মরণীয় ছবি তুলতে।

 

নিজের টুইটার পেজে উনি যে ছবি শেয়ার করেছেন সেখা ওনাকে দেখা যাচ্ছে কমল হাসান ও অমিতাভ বচ্চন এর সাথে।

 

এনারা দুজনেই হলেন ভারতীয় চলচ্চিত্রের দুই মহাতাড়কা।

 

২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন  অনুষ্ঠান আজকে কলকাতাতে হয়।

 

উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল, কমল হাসান, পরিচালক মহেশ ভাট, সংগীতশিল্পী কুমার শানু প্রমুখ।

 

৫৩টি দেশের ১৪৩টি ছবি এইবারের উৎসবে অংশ নিচ্ছে।

 

উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। দর্শক বাংলাদেশের ছবিও দেখতে পারবেন এইবারের ছবির এই মহা মঞ্চে।

 

Image: Kajol Twitter page 

 
Video of the day
Ekattor tv News today 16 january 2018 Bangladesh Latest News Today News Update bd news all bangla
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics