Entertainment
শেষ হল টাইগার জিন্দা হ্যায় শুটিং, সলমান শেয়ার করলেন রেস ৩ ছবির পোষ্টার

13 Nov 2017

#

মুম্বাই, নভেম্বর ১৩ঃ শেষ হয়েছে বলিউড সুপারস্টার সলমান খানের আগামী ছবি টাইগার জিন্দা হ্যায় এর শুটিং।

আজ নিজের টুইটা বার্তার মাধ্যমে এই তথ্য দিয়েছেন ভারতের চিত্র সমালোচক তরণ আদর্শ।

 

এই ছবির নির্মাতারা একটি নতুন পোষ্টার আজ প্রকাশ করেছে।

 

ছবির পোস্টারে খানকে বন্দুক হাতে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

 

কিছুদিন আগে এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল।

 

এই ছবিতে ক্যাটরিনা কাইফ ও খানকে বহুদিন বাদে একসাথে অভিনয় করতে দেখা যাবে।

 

আগে বহু বলিউড ছবিতে একসাথে অভিনয় করেছেন এই জুটি।


এই ছবি মুক্তি পাবে ডিসেম্বর ২২।


প্রসঙ্গত, আদিত্য চোপড়া প্রযোজিত ও কবির খান পরিচালিত ২০১২ সালের সাড়াজাগানো থ্রিলার ‘এক থা টাইগার’-এর সিকুয়্যাল হল এই ছবি।


সেই ছবিটি বেশ জনপ্রিয় হয়েছিল।

 

আজ নিজের টুইটার পেজে, খান আগামী ছবি রেস ৩ এর পোষ্টার শেয়ার করেছেন।

 

সেই পোষ্টারেও ওনাকে বন্ধুক হাতে দেখা যাচ্ছে।

 

রেস ২ হল রেস সিরিজের তিন নম্বর ছবি।

 

এর আগের দুটি ছবিও বেশ জনপ্রিয় হয়েছিল।
 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics