Bangladesh

মুচলেকা দিয়ে ‘শিশুবক্তা’র জামিন, মুক্তিতে বাধা নেই ‘শিশুবক্তা’
সংগৃহিত পুলিশের হাতে আটক ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী

মুচলেকা দিয়ে ‘শিশুবক্তা’র জামিন, মুক্তিতে বাধা নেই

Bangladesh Live News | @banglalivenews | 30 Mar 2023, 09:42 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ মার্চ ২০২৩: ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না, এই শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার শুনানি শেষে এক আদেশে হাইকোর্ট বলেছেন, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে দায়ের করা মামলা, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চার্জশিট, মামলার এজহার যাচাই-বাছাই করে আমরা তাকে জামিন দিতে একমত নই। তবে রফিকুল ইসলাম মাদানী যদি কোনো ওয়াজ মাহফিল বা সভায় রাষ্ট্র ও সমাজ বিরোধী এবং বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী, ধর্মীয় সংঘাত সৃষ্টি করে এমন বক্তব্য বা বিবৃতি প্রদান না করার হলফনামা আকারে মুচলেকা দেন, তাহলে আমরা তার জামিন বিবেচনা করতে পারি।

গত বছরের ২৭ জুন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের মাধ্যমে হলফনামা কারা কর্তৃপক্ষের কাছে যায়। সম্প্রতি কাশিমপুর কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে রফিকুল ইসলাম মাদানী হলফনামায় স্বাক্ষর করেন।

হলফনামায় তিনি লেখেন, কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্র ও সমাজ বিরোধী এবং প্রচলিত আইন বিরোধী কোনো বক্তব্য প্রদান করব না। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে ও জনমনে সংঘাতের সৃষ্টি করে এমন বক্তব্য ওয়াজ মাহফিলে দেব না।

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। ওই সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সর্বশেষ শিরোনাম

মিতু হত্যা মামলার মূল আসামি গ্রেফতার Sat, Jun 03 2023

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ Sat, Jun 03 2023

ধানমন্ডি লেক থেকে নাবালকের লাশ উদ্ধার Sat, Jun 03 2023

চট্টগ্রাম, সিলেট সহ চার বিভাগে বৃষ্টির পূর্বাভাস Sat, Jun 03 2023

বাংলাদেশে ৬৬ দিন পরে কোভিডে ২ জনের মৃত্যু Sat, Jun 03 2023

শেখ হাসিনা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার অঙ্গীকার করেছেন Sat, Jun 03 2023

সাবেক মন্ত্রী আফসারুল আমিন মারা গেছেন Fri, Jun 02 2023

কক্সবাজারে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা Fri, Jun 02 2023

সিলেটে ব্যবসায়ী খুন: ১২ ঘণ্টার মধ্যেই ৩ ছিনতাইকারী গ্রেপ্তার Fri, Jun 02 2023

চট্টগ্রাম: সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ১৭টি ঘর পুড়ে ছাই Fri, Jun 02 2023