Bangladesh

৫ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি সিম ব্যবহারকারী : এখনও রাজধানীর বেশিরভাগ রাস্তা ফাঁকা ঈদুল আজহা
ছবি: সংগৃহিত

৫ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি সিম ব্যবহারকারী : এখনও রাজধানীর বেশিরভাগ রাস্তা ফাঁকা

Bangladesh Live News | @banglalivenews | 03 Jul 2023, 07:51 pm

ঢাকা, ৩ জুলাই ২০২৩ : ২৭ জুন থেকে ১ জুলাই, এই ৫ দিনে ঢাকা ছাড়েন  ৯৯ লাখ ৪৭ হাজার ৭২৬ জন সিম ব্যবহারকারী। বিপরীতে এই সময়ে ঢাকায় প্রবেশ করেন ৩২ লাখ ৮২ হাজার ১৫২ জন। এদিকে ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে রোববার সরকারি, বেসরকারি অফিস খুললেও রাজধানীর বেশিরভাগ রাস্তা ফাঁকা ছিল।

রোববার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঈদের ছুটিতে মঙ্গলবার (২৭ জুন) ঢাকার বাইরে যান ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন সিম ব্যবহারকারী। ঈদের আগের দিন বুধবার (২৮ জুন) ঢাকার বাইরে যান ৩১ লাখ ৪১ হাজার ৪৩০ জন। ঈদের দিন বৃহস্পতিবারও ঢাকা ছাড়েন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ জন সিম ব্যবহারকারী। ঈদের পরদিন শুক্রবার ঢাকা ছাড়েন ১৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন সিম ব্যবহারকারী। সর্বশেষ ১ জুলাই (শনিবার) ঢাকার বাইরে যান ১০ লাখ ৭০ হাজার ৬১৩ জন সিম ব্যবহারকারী।

অন্যদিকে এই ৫ দিনের মধ্যে সবচেয়ে বেশি ৭ লাখ ৭৮ হাজার সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেন মঙ্গলবার। সর্বশেষ শনিবারে ঢাকায় প্রবেশ করেন ৬ লাখ ৬১ হাজার ৮১৩ জন।

এদিকে ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে রোববার খুলেছে সরকারি, বেসরকারি অফিস। তবে রাজধানীর বেশিরভাগ রাস্তা ফাঁকা ছিল। রাস্তায় গণপরিবহনের চলাচল যেমন কম, তেমনি ছিল না যানজটও।

পরিবহনকর্মীরা বলছেন, স্বাভাবিক সময়ে ঢাকায় যে পরিমাণ গণপরিবহন চলে এখন তার অর্ধেকও রাস্তায় নেই। গণপরিবহনের চালক, হেলপার, সুপারভাইজার অনেকেই ঈদ করতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন। তারা বলেন, চাকরিজীবীদের অনেকে ঈদ করতে গ্রামে যাওয়ার পর এখনো ফিরে আসেননি। ফলে রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম হলেও, যাত্রীরা সহজেই একই স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারছেন। গণপরিবহনগুলোতে যাত্রীদের তেমন চাপ নেই।

গত ২৯ জুন উদযাপন হয়েছে ঈদুল আজহা। এ ঈদ উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এতে ঈদ উপলক্ষে সরকারি ছুটি মেলে চারদিন। সরকারি ছুটি শেষে ১ জুলাই পড়ে শনিবার। ফলে আরও একদিন ছুটি বেড়ে যায়। টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ রোববার থেকে আবার অফিস শুরু হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024