Bangladesh

কক্সবাজারে ডুবন্ত ট্রলার থেকে অর্ধগলিত ১০ মরদেহ উদ্ধার কক্সবাজার
ছবি: সংগৃহিত

কক্সবাজারে ডুবন্ত ট্রলার থেকে অর্ধগলিত ১০ মরদেহ উদ্ধার

Bangladesh Live News | @banglalivenews | 24 Apr 2023, 05:32 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৪ এপ্রিল ২০২৩ : কক্সবাজারে ডুবন্ত একটি ট্রলারের কোল্ড স্টোরেজ (মাছ রাখার বিশেষ স্থান) থেকে মিলছে একের পর এক অর্ধগলিত মরদেহ। বঙ্গোপসাগরে ডুবে থাকা নামহীন ওই ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে নিয়ে আসার পর কোল্ড স্টোরেজ চেক করতে গিয়ে মরদেহ শনাক্ত করেন স্থানীয়রা।

রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোনায়েম বিল্লাহ।

কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস আই আকতার কামাল বলেন, সাগরে ট্রলারটির আংশিক ডুবে ছিল। পরে কূলে ফেরা অপর একটি ট্রলার দিয়ে বিশেষ ব্যবস্থায় টেনে ট্রলারটি শনিবার ভোরে নাজিরারটেক মোহনার তীরে নিয়ে আসা হয়। ভাটার পর সন্ধ্যায় কোল্ড স্টোরেজ চেক করতে গিয়ে মানুষের পা দেখতে পাওয়া যায়। তখনই পুলিশকে খবর দেওয়া হয়। রাতে সদর থানাপুলিশ ঘটনাস্থলে আসে। রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার শুরু হয়। অর্ধগলিত হওয়া কাউকে ভালোমতো চেনা যাচ্ছে না।

সোমবার চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন বলেন, ট্রলারডুবির ঘটনা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশের একাধিক দল। ঢাকা থেকে সিআইডি, পিবিআইয়ের দল এসে অনুসন্ধান শুরু করেছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করে অপরাধীদের আইনে আওতায় আনা হবে।

ডিআইজি বলেন, এখন পর্যন্ত নিহত ১০ জনের মধ্যে চারজনকে তাঁদের স্বজনেরা শনাক্ত করতে পেরেছেন। বাকিদের এখনো শনাক্ত করা যায়নি।

তিনি বলেন, লাশের ডিএনএ নমুনা সংগ্রহে রাখা হবে। স্বজনদের সঙ্গে কথা বলে লাশগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024