Bangladesh

ইউক্রেন থেকে একশ’ বাংলাদেশির সীমান্ত অতিক্রম বাংলাদেশ
uni

ইউক্রেন থেকে একশ’ বাংলাদেশির সীমান্ত অতিক্রম

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 27 Feb 2022, 09:51 pm

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২২: ইউক্রেনে অবস্থিত প্রায় এক হাজারের মতো বাংলাদেশির মধ্যে ১০০ পোল্যান্ড সীমান্ত অতিক্রম করেছে এবং অল্প কিছু রোমানিয়া সীমান্ত অতিক্রম করেছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারে) রাতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ কধা জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে সেটি হচ্ছে, ১০০ জন বাংলোদেশি পোল্যান্ড সীমান্ত অতিক্রম করেছে এবং অনেকে আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ করেছে।’ রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে জানিয়ে তিনি বলেন, ‘যারা সীমান্ত অতিক্রম করেছে, তাদের কতজন ফেরত আসতে চায় এবং কতজন অপেক্ষা করতে চায়, এ বিষয়গুলো পরিষ্কার করে আমরা প্রস্তুতি নিয়ে রাখবো।’

মোমেন বলেন, ‘রোমানিয়াতেও কিছু গেছে। তবে বেশিরভাগ পোল্যান্ড সীমান্ত দিয়ে ঢুকবে বলে মনে হচ্ছে। কতজন ইউক্রেনে আছে আমাদের জানা নেই, তবে হাজারখানেক আছে বলে মনে হচ্ছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের ব্যাখ্যায় বলেছি যে, বিষয়টি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চাইবো, জাতিসংঘ চার্টার এবং ওই চার্টারের যে প্রিন্সিপ্যালগুলো আছে, সেগুলোকে যাতে সম্মান করা হয়। এছাড়া অবিলম্বে সব ধরনের বৈরী মনোভাব প্রদর্শন বন্ধ করার লক্ষ্যে আগামী সোমবার জাতিসংঘ সাধারণ অভিবেশনে জেনারেল ডিবেটে আমরা  বক্তব্য রাখবো।’

তিনি বলেন, বাংলাদেশের মেগা প্রকল্পের মধ্যে একটি হচ্ছে রূপপুর নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র, যেখানে রাশিয়ান কোম্পানি রোসাটোম কাজ করছে। ওই কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে সমস্যায় পড়বে বাংলাদেশ।

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর কারণে রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এবং এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘রোসাটোমের ওপর এখনও নিষেধাজ্ঞা হয়নি। রোসাটোমের ওপর যদি নিষেধাজ্ঞা আসে তবে দুশ্চিন্তার বিষয় হবে।’ তিনি বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার সম্পূর্ণ প্রভাব এখনও পরিষ্কার নয়। এগুলো আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হবে। যদি অর্থনৈতিক লেনদেন নিউইয়র্ক দিয়ে পাঠাতে হয়, তবে অবশ্যই তাদের ওপর একটি প্রভাব পড়বে। কিন্তু এ পর্যন্ত আমরা যেটি ভাবছি, রূপপুরের ওপর সরাসরি প্রভাব পড়বে না।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024