Bangladesh

দেশে ১২ কোটি ৬৪ লাখ লোককে টিকাদান করোনার টিকাকরণ
ফাইল ছবি টিকা নিচ্ছেন এক নারী

দেশে ১২ কোটি ৬৪ লাখ লোককে টিকাদান

Bangladesh Live News | @banglalivenews | 03 Jan 2022, 10:15 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা,৩ জানুয়ারি ২০২২: করোনাভাইরাস প্রতিরোধে বুস্টারডোজসহ চলমান টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। রাজধানীসহ সারাদেশে মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত করোনা প্রতিষেধকের টিকাদান করা হচ্ছে।

গত বছরের ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে ফাইজার, সিনোফার্ম, মর্ডানা ও সিনোভ্যাকসহ আরও চারধরনের টিকাযুক্ত হয়।

গত ২৭ জানুয়ারি থেকে ১ জানুয়ারি পর্যন্ত দেশে সর্বমোট টিকা নেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৫৮ লাখ ৫৪ হাজার ৭১৫ জন, ফাইজারের ৭৮ লাখ ৭৫ হাজার ৫৩৫ জন, সিনোফার্মের ৯ কোটি ১১ হাজার ৩৯৩ জন, মডার্নার ৫৩ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন এবং সিনোভ্যাকের ৫ লাখ ৬৯ হাজার ১৮২ জন টিকা নেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, নিয়মিত টিকাদানের (প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান) পাশাপাশি তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ টিকাদান কর্মসূচিতে গতিশীলতা আসছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় (১ জানুয়ারি পর্যন্ত) বুস্টার ডোজের টিকা নিয়েছেন ৩৪ হাজার ৬১ জন। তাদের মধ্যে পুরুষ ২২ হাজার ৪৭৩ জন ও নারী ১১ হাজার ৫৮৮ জন। এ নিয়ে বুস্টার ডোজের টিকা নেওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৭ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত ১৯ ডিসেম্বর একজন স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার মাধ্যমে বুস্টার ডোজের কার্যক্রমের উদ্বোধন হয়। এদিকে বুস্টার ডোজ ছাড়া অবশিষ্ট চলমান টিকাদান কর্মসূচিও দ্রুতগতিতে চলছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় (১ জানুয়ারি পর্যন্ত) রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৮ লাখ ৭৮ হাজার ৭৯৪ জন টিকা নেন। তাদের মধ্যে প্রথম ডোজের ৩ লাখ ১৩ হাজার ৯৯৯ জন ও দ্বিতীয় ডোজের ৫ লাখ ৬৪ হাজার ৭৯৫ জন রয়েছেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024