Bangladesh

‘বঙ্গবন্ধু স্কলার’ হবেন ১৩ জন বঙ্গবন্ধু স্কলার
সংগৃহিত মুজিব শতবর্ষের লোগো

‘বঙ্গবন্ধু স্কলার’ হবেন ১৩ জন

Bangladesh Live News | @banglalivenews | 31 Mar 2021, 11:34 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩১ মার্চ ২০২১: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে সরকার বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১৩ জন মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, যে ১৩টি অধিক্ষেত্র থেকে মেধাবী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদান করা হবে, সেসব অধিক্ষেত্র হচ্ছে—১. সামাজিক বিজ্ঞান, ২. কলা ও মানবিক, ৩. ব্যবসায় শিক্ষা, ৪. আইন, ৫. ভৌত বিজ্ঞান, ৬. ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ৭. বিজ্ঞান, ৮. জীববিজ্ঞান, ৯. শিক্ষা ও উন্নয়ন, ১০. চিকিৎসা, ১১. চারু ও কারুকলা, ১২. কৃষিবিজ্ঞান ও ১৩. মাদ্রাসা শিক্ষা।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি অধিক্ষেত্র থেকে একজন স্কলার নির্বাচন করে তাকে বৃত্তি দেওয়া হবে।

মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ‘বঙ্গবন্ধু স্কলার’ নির্বাচন ও বৃত্তি প্রদান নির্দেশিকায় বর্ণিত শর্ত ও যোগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণ করে শিক্ষার্থীদের আবেদন করতে হবে।

আবেদনপত্রের ফরম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যক্তির জন্য স্বীকৃত শিক্ষাবোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া সার্টিফিকেট বা ডিগ্রির মধ্যে তিনটি প্রথম শ্রেণি বা বিভাগ বা সমমান থাকতে হবে। অথবা এসএসসি বা এইচএসসিতে জিপিএ বা সিজিপিএ ৫.০০ (স্কেল ৫.০০-এর ক্ষেত্রে) এবং স্নাতকে জিপিএ বা সিজিপিএ ৩.৭০ (স্কেল ৪.০০-এর ক্ষেত্রে) থাকতে হবে।

এছাড়াও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা পেয়েছেন বা ভর্তি হয়েছেন, এমন শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধু স্কলার’ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, ও এক্সট্রা কারিক্যুলাম অ্যাচিভমেন্টের সনদের সত্যায়িত অনুলিপি সংযোজন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূরণ করা আবেদন ফরম এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বরাবর (প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নং ৪৪, সড়ক নং ১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯) ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে।

মনোনীতরা সনদের পাশাপাশি নগদ অর্থ পাবেন। একটি জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই স্কলারদের হাতে সম্মাননা তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024