Bangladesh

ভোলায় হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন ভোলা হত্যা মামলা
সংগৃহিত যাবজ্জীবন দন্ডপ্রপাপ্ত আসামীরা

ভোলায় হত্যা মামলায় ১৪ জনের যাবজ্জীবন

Bangladesh Live News | @banglalivenews | 16 Nov 2020, 10:47 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ নভেম্বর ২০২০: ভোলায় আলোচিত আব্দুর রশিদ হত্যা মামলায় ১৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক নম্বর আসামি আবুল বাশারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকিদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় চারজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আমিনুল ইসলাম সরমান এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাশার (৬০), বসু মাঝি (৪৫), ছাদেক মাঝি (৪৫), আব্দুল জলিল (৪৫), মো. কাঞ্চন মিস্ত্রি(৫৫), ফজলে করিম (৪৫), সামসুদ্দিন হাওলাদার (৪৭), শাহাবুদ্দিন (৪৫), আলাউদ্দিন (৪৫), কাঞ্চন পাটওয়ারী (৬০), আব্দুর রহফ ওরফে হক মুন্সী (৫০), মো. সিরাজ হাওলাদার (৪৫), নুর হোসেন (৪৫) ও নোমান (৩০)।

তারা ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ, জাহানপুর ইউনিয়ন এবং লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানঞ্জ ইউনিয়নের বাসিন্দা আব্দুর রশিদ তার নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়। পরে নিহত আব্দুর রশিদের ভাই মো. হানিফ ১৮ জনকে আসামি করে চরফ্যাশন থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024