Bangladesh

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ সড়ক দুর্ঘটনা
সংগৃহিত প্রতীকী ছবি

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

Bangladesh Live News | @banglalivenews | 26 Nov 2023, 12:58 am

ঢাকা, নভেম্বর ২৬: সাতক্ষীরা, রাজশাহী, চট্টগ্রাম, গাজীপুর, ফেনী, মুন্সিগঞ্জ ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক ভারতীয় দম্পতি ও এক পুলিশ কনস্টেবলসহ ১৬ জন নিহত হয়েছেন।

সাতক্ষীরার সদর উপজেলার তালতলায় একটি প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন অসীম কুমার বিশ্বাস (৪৫) ও তার স্ত্রী চবি বিশ্বাস (৪২)।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসীম খুলনা-মংলা রেলওয়ে প্রকল্পের উপ-ব্যবস্থাপক ছিলেন। স্ত্রীকে নিয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, খুলনাগামী একটি ট্রাক প্রাইভেটকারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দম্পতি নিহত হন এবং প্রাইভেটকারের চালক গুরুতর আহত হন।

রাজশাহীর বেলপুকুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন পারভীন বেগম (৩৫), শারমিন (১৭), ইনসাব আলী (৭৫), আইয়ুব আলী লাবু (৩৫) ও সিএনজি চালক মোখলেছুর রহমান (৩৫)। আহত ব্যক্তির নাম হৃদয় (১৮)।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম জানান, বেলপুকুর বাইপাস এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকের চালক ও তার কর্মকর্তারা পালিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের চাপায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির তিন কর্মী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাসুদ মিয়া (৩৫), আলমগীর হোসেন (৪৫) ও শফিকুল ইসলাম (৪২)। তারা ছিল।

এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহত আরেক শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

জোয়ারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল সরকার জানান, ট্রাকটি জব্দ করে থানায় আনা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় লরির ধাক্কায় পুলিশের একটি ভ্যান উল্টে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল বিতন বড়ুয়া (৩০) নিহত হয়েছেন।

গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপ্না বেগম জানান, ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউ-টার্ন নেওয়ার সময় লরিটি ধাক্কা দিলে পুলিশের একটি গাড়ি উল্টে যায়।

ফেনী: ফেনীর ফুলগাজীউপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার আট মাসের শিশুসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

মুন্সীগঞ্জের গজারিয়াউপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় এক বৃদ্ধা ও তার নাতি নিহত হয়েছেন।

যশোরের বেনাপোলে বাড়ি ফেরার পথে রাজ বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024