Bangladesh

প্রাথমিকে ২৫ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য : চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকরা পদোন্নতি পাচ্ছেন প্রাথমিক শিক্ষক
প্রতীকী ছবি

প্রাথমিকে ২৫ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য : চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকরা পদোন্নতি পাচ্ছেন

Bangladesh Live News | @banglalivenews | 04 Oct 2022, 05:40 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ অক্টোবর ২০২২ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদে সিনিয়র শিক্ষকদের চলতি দায়িত্ব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মামলাজনিত কারণে এ পদে পদোন্নতি দেওয়া সম্ভব না হওয়ায় ‘চলতি দায়িত্ব’ দেওয়া হয়।

বর্তমানে এসব শিক্ষককে ধাপে ধাপে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসে এ বিষয়ে সুপারিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

ডিপিই থেকে জানা যায়, সারাদেশে প্রায় ১৮ হাজারের মতো বিদ্যালয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষকের শূন্য আসনে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে বসানো হয়েছে। চলতি দায়িত্বে থাকা এসব শিক্ষককে চূড়ান্তভাবে পদোন্নতি দেওয়া হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তারা শিক্ষকদের গ্রেডেশন তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠাচ্ছেন। বর্তমানে সারাদেশে ২৫ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য। যেহেতু প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণির করা হয়েছে সে কারণে পদোন্নতি দিতে পিএসসির সুপারিশ লাগবে।

এ বিষয়ে বিভিন্ন জেলায় ৫১৫টি মামলা করেছেন শিক্ষকরা। এরই মধ্যে কয়েকটি মামলার রায় শিক্ষকদের পক্ষে এসেছে। আবার যেসব জেলায় কোনো মামলা করা হয়নি, এমন ১০০টি উপজেলার ৮০০ শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে। তাদের পদোন্নতি দিতে চলতি মাসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। ধাপে ধাপে চলতি দায়িত্বে থাকা অন্যান্য শিক্ষককে পদোন্নতি দেওয়া হবে। যেসব ব্যক্তির মামলা চলমান থাকবে তাদের মামলা নিষ্পত্তি হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিপিইর সংশ্লিষ্টরা জানান, দেশের ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৮ হাজার শিক্ষক প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করছেন। তিনটি ধাপে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণ করা হয়েছে। যে বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নেই, সেখানে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ শিরোনাম

টেকনাফে ২৭ দিনে ২৭ জন অপহৃত Thu, Mar 28 2024

পচাত্তরের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছিল : প্রধানমন্ত্রী Thu, Mar 28 2024

শাহজালাল বিমানবন্দর: থামছে না পাইলটের চোখে লেজার নিক্ষেপ Wed, Mar 27 2024

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় Wed, Mar 27 2024

ঈশ্বরদীর রেল ক্রসিংয়ে ২ ট্রেনের সংঘর্ষ: ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত Wed, Mar 27 2024

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বে যুক্তরাষ্ট্র গর্বিত: ব্লিঙ্কেন Wed, Mar 27 2024

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত Wed, Mar 27 2024

আর হচ্ছে না রাজাকারের তালিকা Wed, Mar 27 2024

নিয়োগ হতে পারে লক্ষাধিক শিক্ষক, গণবিজ্ঞপ্তি চলতি মাসেই Tue, Mar 26 2024

৫ মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ Tue, Mar 26 2024