Bangladesh

বাংলাদেশে মোদী বিরোধী বিক্ষোভে ২৭ আহত মোদীর ঢাকা সফর
পিআইডি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বাংলাদেশে মোদী বিরোধী বিক্ষোভে ২৭ আহত

South Asia Monitor | @banglalivenews | 25 Mar 2021, 01:27 pm

ঢাকা, মার্চ ২৫: ডেইলি টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোদি-বিরোধী বিক্ষোভ চলাকালীন দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনায় বাংলাদেশের রাজধানী ঢাকায় দু'জন সাংবাদিকসহ কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ - ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন - কিছু সদস্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদকারী একদল লোকের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।

আহতরা, বেশিরভাগ ছাত্র-ছাত্রী এবং পশ্চিমবঙ্গের বামপন্থী দলগুলির প্রতি সহানুভূতিশীল নেতাদের পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

“(ছাত্রলীগ) আমাদের শান্তিপূর্ণ মিছিলকে আক্রমণ করেছে। আমাদের কমপক্ষে ২০-২৫ ভাই আহত হয়েছে এবং তাদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, ”প্রতিবাদী দলের নেতা সালমান সিদ্দিক ডেইলি স্টারের বরাত দিয়ে উদ্ধৃত করা হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশ নিতে মোদি ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন। গত সপ্তাহ থেকে বাংলাদেশের ক্ষমতাসীন দলের বিরোধী কিছু মৌলবাদী ও গোষ্ঠী তার সফরের বিরোধিতা করে আসছে।

এর আগে ঢাকা পুলিশ প্রধান রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করলে এই প্রতিবাদকারীদের গ্রেপ্তারের বিষয়ে সতর্ক করেছিলেন। ২০ শে মার্চ, পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমিন আরও বলেছিলেন যে সরকার তার সফরের সময় সর্বাধিক সুরক্ষা দেবে।

“এটি একটি গণতান্ত্রিক দেশ এবং এখানে মানুষের বিভিন্ন মতামত রয়েছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। আমরা তার জন্য সর্বোচ্চ পরিমাণের নিরাপত্তা সরবরাহ করব, ”দ্য কুইন্টের বরাতে তাকে উদ্ধৃত করা হয়েছিল।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024