Bangladesh

কাতার ফেরত যাত্রী থেকে ৩ কেজি স্বর্ণ উদ্ধার সোনার চোরাচালান
সংগৃহিত স্বর্ণসহ আটক কাতার ফেরত যাত্রী

কাতার ফেরত যাত্রী থেকে ৩ কেজি স্বর্ণ উদ্ধার

Bangladesh Live News | @banglalivenews | 20 Jan 2021, 10:45 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২০ জানুয়ারি ২০২১: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার ফেরত এক যাত্রীর কাছ থেকে তিন কেজি ৪৮০ গ্রাম স্বর্ণ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার আনুমানিক মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। মঙ্গলবার (১৯ জানুয়ারি) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সহকারী পরিচালক আবু হানিফ মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের তথ্য পায় কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। এরই পরিপ্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দার বিমানবন্দর টিম নজরদারি বৃদ্ধি করে।

মঙ্গলবার কাতার থেকে কিআর৬৩৮ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে আগত যাত্রীদের ওপর নজরদারি বাড়ানো ও তল্লাশি করা হয়।

আবু হানিফ আরও জানান, নজরুল ইসলাম নামে একজন যাত্রীর গতিবিধি সন্দেহ হয়।

তাকে স্বর্ণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে অস্বীকার করেন। পরে তল্লাশি করে তার শরীরে লুকানো অবস্থায় ৩০টি স্বর্ণের বার ও ৯৮ গ্রাম ওজনের স্বর্ণালংকার আটক করা হয়। ওজন তিন কেজি ৪৮০ গ্রাম, যার আনুমানিক মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।

আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে। একইসঙ্গে মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চোরাচালান রোধে কাস্টমস গোয়েন্দা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান কাস্টমস গোয়েন্দার এই সহকারী পরিচালক।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024