Bangladesh

শূন্যরেখার রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ রোহিঙ্গা
ছবি: সংগৃহিত

শূন্যরেখার রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ

Bangladesh Live News | @banglalivenews | 27 Jan 2023, 12:28 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৩ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে শূন্যরেখায় আশ্রয়শিবিরে থাকা প্রায় সাড়ে ৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশর অভ্যন্তরে লোকালয়ে আশ্রয় নিয়েছেন।

গত ১৮ জানুয়ারি থেকে পরবর্তী কয়েকদিনে শূন্যরেখার আশ্রয়শিবির ছেড়ে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ে রোহিঙ্গারা। তাদের মধ্যে কিছু সংখ্যক রোহিঙ্গা খোলা জায়গায় তাঁবু গেড়ে থাকলেও অধিকাংশই স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন। রোহিঙ্গাদের অবস্থানের কারণে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যত বন্ধ রয়েছে। আশ্রিত রোহিঙ্গাদের যত্রতত্র মলত্যাগের কারণে বিব্রত অবস্থায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশটির নিরাপত্তা বাহিনীর নির্যাতনের মুখে কয়েক হাজার রোহিঙ্গা শূন্য রেখার এই আশ্রয় শিবিরে পালিয়ে এসে অবস্থান নেন। ১৭ জানুয়ারি পর্যন্ত ওই আশ্রয় শিবিরে ছিল ৬২১টি পরিবারের ৪ হাজার ৩০০ রোহিঙ্গা। ১৮ জানুয়ারি গোলাগুলি ও অগ্নিসংযোগের পর গৃহহীন পরিবারগুলো তুমব্রু সীমান্তের কোনাপাড়া খাল অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ড তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়। কিছু রোহিঙ্গা পরিবার অন্যত্র পালিয়ে গেছে। বর্তমানে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের কয়েকটি জঙ্গল এলাকায় অবস্থান করছে প্রায় ২ হাজার ৯০০ রোহিঙ্গা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার রোমেন বলেন, ‘দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রীয় নীতির বিষয়, অপরটি শিশু শিক্ষার্থীদের স্বার্থ। আমি রোহিঙ্গাদের অন্য কোথাও সরাতে ব্যবস্থা নেব। তবে তা হবে ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করে।’

প্রসঙ্গত, শূন্যরেখার আশ্রয়শিবিরে রোহিঙ্গাদের ৬৩০টির বেশি ঘর কয়েকদিন আগে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এখনো থেমে থেমে চলছে সংঘর্ষ। যার প্রভাব পড়ছে সীমান্ত এলাকায়। এ কারণে শূন্যরেখায় থাকা সাড়ে ৪ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024