Bangladesh

ঈদযাত্রায় যুক্ত হবে ভারতের ৪ লোকোমোটিভ বাংলাদেশ
ফাইল ছবি

ঈদযাত্রায় যুক্ত হবে ভারতের ৪ লোকোমোটিভ

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 04 Jun 2023, 09:11 pm

ঢাকা, ৪ জুন ২০২৩ : আগামী ২৯ জুনকে ঈদুল আযহার দিন ধরে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রার ব্যবস্থাপনা ঠিক করছে বাংলাদেশ রেলওয়ে।

এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। আন্তঃনগর ট্রেনের সুষ্ঠু চলাচল নিশ্চিতে পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বাইরে ভারত থেকে অনুদান পাওয়া লোকোমোটিভগুলোর অন্তত ৪টি ঈদযাত্রায় যাত্রী পরিবহনে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশকে ডিজেল চালিত ২০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) অনুদান হিসেবে দেয় ভারত। গত ২৩ মে সন্ধ্যার দিকে সেগুলো বাংলাদেশে আনা হয়। ৩ হাজার ৩০০ হর্সপাওয়ারের লোকোমোটিভগুলোর অ্যাক্সেল লোড ১৯.৫ টন এবং গড় বয়স ৮-১০ বছর।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, লোকোমোটিভগুলো এনে প্রথমে দর্শনা ইয়ার্ডে রাখা হয়। সেখান থেকে ঈশ্বরদী লোকোশেডে আনা হয়। পরে ২টি লোকোমোটিভ নেওয়া হয় দিনাজপুরের পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা)। সেখানে লোকমোটিভগুলোর রং পরিবর্তন করা হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে মোট লোকোমোটিভের সংখ্যা ৩০৭টি। এর মধ্যে ১১০টি ব্রডগেজ এবং ১৯৭টি মিটার গেজ। সচল আছে মোট ২৭১টি। বাংলাদেশ রেলওয়ের ৪০০টি ট্রেনের জন্য এই লোকোমোটিভের সংখ্যা অপ্রতুল। সচল থাকা লোকোমোটিভগুলোর মধ্যে আবার আয়ুষ্কাল পার করেছে অনেকগুলো। ফলে বেশিরভাগ লোকোমোটিভেরই সময় কাটে সার্ভিস কারখানায়।

রেলওয়ের মানদণ্ড অনুযায়ী, প্রতিদিন মোট লোকোমোটিভের ২০ শতাংশ সার্ভিসে এবং ৮০ শতাংশ অপারেশনে থাকার কথা। কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন, পুরোনো লোকোমোটিভগুলো প্রায়ই নিতে হয় কারখানায়। অপারেশনের চেয়ে তাদের সার্ভিসে থাকার অনুপাত এখন বেশি।

ভারত থেকে পাওয়া লোকোমোটিভগুলো কীভাবে বাংলাদেশের রেলবহরে ব্যবহার করা হবে- এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের যুগ্ম-মহাপরিচালক (লোকো) ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ভারত লোকোমোটিভগুলো পরীক্ষা-নিরীক্ষা করেই দিয়েছে। আমরাও করছি। ২০টি লোকোমোটিভের মধ্যে বর্তমানে ঈশ্বরদীতে আছে ১৮টি এবং কেলোকাতে আছে ২টি। আমরা কেলোকাতে লোকোমোটিভগুলোতে বাংলাদেশি ইউনিফর্মের রং করছি। আশা করি ঈদের আগে অন্তত ৪টি লোকোমোটিভ প্রস্তুত হয়ে যাবে। এগুলো ঈদযাত্রায় রেলবহরে যুক্ত হবে।

জানা গেছে, গত বছরের ৩০ নভেম্বর রেলপথ মন্ত্রণালয় থেকে ৭ সদস্যের একটি পরিদর্শক দল অনুদানের লোকোমোটিভগুলো দেখতে ভারতে যান। তারা গত বছরের ১৫ ডিসেম্বর রেলপথ মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেন।

ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে ৩৪টি লোকোমোটিভ দেখে পরিদর্শক দল। এর মধ্যে কারিগরি বিষয়গুলো মূল্যায়ন করে ২০টি লোকোমোটিভ অনুদান হিসেবে নেওয়ার জন্য নির্বাচন করা হয়। বাংলাদেশের রেলপথ, স্টেশন, সিগন্যাল ব্যবস্থাসহ সামগ্রিক রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংগতিপূর্ণ হবে এমন লোকোমোটিভগুলো নির্বাচন করা হয়।

সর্বশেষ শিরোনাম

মৌসুমি বায়ু সক্রিয়, ভারী বৃষ্টির আভাস Tue, Oct 03 2023

বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নেতা নির্বাচন করুক, আমেরিকা এটাই চায় Tue, Oct 03 2023

বৃহস্পতিবার ইউরেনিয়াম হস্তান্তর: রূপপুরে উৎসবের আমেজ Tue, Oct 03 2023

আন্দোলনে আপত্তি নেই, সহিংসতা করলে রেহাই দেয়া হবে না: প্রধানমন্ত্রী Tue, Oct 03 2023

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে : ড. সঞ্জয় কে ভরদ্বাজ Tue, Oct 03 2023

এক্সপ্রেসওয়েতে প্রথম মাসে পৌনে ৭ কোটি টাকা টোল আদায় Tue, Oct 03 2023

বিএনপির রাজনীতি বিদেশি প্রভুদের কৃপা নির্ভর : ওবায়দুল কাদের Tue, Oct 03 2023

বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র অব্যাহত রাখার অঙ্গিকার প্রধানমন্ত্রীর Tue, Oct 03 2023

বিদেশে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া আপিল বিভাগে যেতে পারেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল Mon, Oct 02 2023

ভিসানীতি নিয়ে চিন্তিত নয় পুলিশ: ডিএমপির নবনিযুক্ত কমিশনার Mon, Oct 02 2023