Bangladesh

৪৩তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩ নন-ক্যাডার ৬৪২ বিসিএস
ফাইল ছবি/সংগৃহিত

৪৩তম বিসিএসের ফল প্রকাশ, ক্যাডার ২১৬৩ নন-ক্যাডার ৬৪২

Bangladesh Live News | @banglalivenews | 27 Dec 2023, 08:44 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৩ : ৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট দুই হাজার ৮০৫ জন নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। তাদের মধ্যে ক্যাডার ২ হাজার ১৬৩ জন এবং নন-ক্যাডার ৬৪২ জন। মঙ্গলবার এ ফল প্রকাশ করা হয়। এতে সই করেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস।

ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০-এর বিভিন্ন ক্যাডারের দুই হাজার ২১৮টি শূন্যপদের বিপরীতে দুই হাজার ১৬৩টি পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করার জন্য যোগ্য প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হলো। প্রশাসনে ৩০০ জন, পররাষ্ট্রে ২৫, পুলিশে ১০০, কর-এ ১০১ ও কৃষিতে ২০০ জনসহ বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করা হয়।

এদিকে, ৪৩তম বিসিএসে নন-ক্যাডার পদ সংখ্যা বাড়ানোর দাবিতে টানা তিন সপ্তাহ আন্দোলন করলেও শূন্য হাতে ফিরতে হলো তাদের। চাকরিপ্রার্থীদের দাবি উপক্ষো করেই ক্যাডার ও নন-ক্যাডারে একসঙ্গে ফল প্রকাশ করলো পিএসসি। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ৪০৪টি ক্যাডার পদ বাড়ানো হলেও সব পদে সুপারিশ করতে পারেনি পিএসসি। পদ-সংক্রান্ত জটিলতার কারণে দুই হাজার ১৬৩ জনকে সুপারিশ করা হয়েছে। ফলে ফাঁকা রয়েছে ৫৫টি পদ।

চাকরিপ্রার্থীরা টানা আন্দোলন করেও পিএসসির সিদ্ধান্তে পরিবর্তন আনতে না পারায় হতাশা প্রকাশ করেছেন। এরমধ্যে পিএসসি নন-ক্যাডার পদে অল্পসংখ্যক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করায় তাদের হতাশা আরও বেড়েছে। একজন প্রার্থী বলেন, ফল প্রকাশের পর আর কিছু করার থাকে না। রাস্তায় বসেই আমরা ফল দেখেছি। আমার রেজাল্ট আসেনি। অনেকে কাঁদতে কাঁদতে ফিরেছে । পিএসসি আমাদের চরম অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দিলো।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024