Bangladesh

উত্তাল বঙ্গোপসাগরে এক জেলার ৪৫৭ জেলে নিখোঁজ বাংলাদেশ
পিক্সাবে

উত্তাল বঙ্গোপসাগরে এক জেলার ৪৫৭ জেলে নিখোঁজ

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 21 Aug 2022, 02:10 pm

ঢাকা, ২১ আগস্ট ২০২২ : বরগুনার পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোর মধ্যে গত কয়েকদিনে ছয়টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ছয় ট্রলারের ১০৭ জেলে মধ্যে ৭৫ জনকে উদ্ধার করা গেলেও ৩২ জেলে নিখোঁজ রয়েছেন।

একইসঙ্গে ২৫টি ট্রলার ও সেখানে থাকা ৪২৫ জেলের খোঁজও মিলছে না। এতে মোট ৪৫৭ জেলে নিখোঁজ রয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে নিখোঁজ ট্রলারের মালিকদের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। একইসঙ্গে উদ্ধার হওয়া জেলেদের স্থানীয় বিভিন্ন ট্রলারের মাধ্যমে তীরে নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি।

ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- বরগুনা সদর উপজেলার নলী গ্রামের এফবি শানু মুসল্লি, একই গ্রামের এফবি জুনায়েদ, সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের এফবি আল মাহাদি, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার এফবি ভাই ভাই, পাথরঘাটা খলিফার হাট এলাকার এফবি মনোয়ারা ও চরদুয়ানী এলাকার এফবি মা।

নিখোঁজ ট্রলারগুলো হলো- পাথরঘাটা সদর ইউনিয়নের এফবি সেরাজুল, চরদুয়ানীর এফবি ভাই ভাই, এফবি শানু, বরগুনা সদর উপজেলার নলী গ্রামের এফবি বড় কালাম, এফবি ছোট কালাম, এফবি জাহাঙ্গীর, এফবি মোহাম্মাদ আলী ও পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের এফবি মায়ের দোয়াসহ ২৫ ট্রলার। প্রত্যেকটি ট্রলারে ১৭ জন করে জেলে রয়েছেন বলে জানা গেছে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া বলেন, ‘কয়েকদিন আগে একটি নিন্মচাপ শেষ হয়েছে। এরপরই উপকূলের জেলেরা তাদের ট্রলার নিয়ে মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে রওনা দেন। আবারও নিম্নচাপ শুরু হলে সাগর উত্তাল হয়ে পড়ায় গত বৃহস্পতিবার থেকে এই পর্যন্ত বিভিন্ন উপজেলার কয়েকটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত বরগুনার বিভিন্ন উপজেলা ও মহিপুরের ছয় ট্রলার ডুবি ও ২৫টি নিখোঁজের খবর পাওয়া গেছে। তথ্য সংগ্রহ প্রক্রিয়া চলমান রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।’

তিনি জানান, ট্রলার ডুবির খবর পাবার সঙ্গে সঙ্গেই কোস্টগার্ডসহ সরকারি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও জেলেদের সন্ধানে বেশ কয়েকটি ট্রলার উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ট্রলারগুলো সমুদ্রে ডুবে যেতে পারে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024