Bangladesh

চট্টগ্রামে বিএনপির সমাবেশে যাওয়ার পথে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, আটক ৫ যুবদল
ছবি: সংগৃহিত

চট্টগ্রামে বিএনপির সমাবেশে যাওয়ার পথে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, আটক ৫

Bangladesh Live News | @banglalivenews | 15 Jun 2023, 06:26 pm

ঢাকা, ১৫ জুন ২০২৩ : চট্টগ্রামের কাজীর দেউড়িতে যুবদলের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মহানগরীর জামালখান এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করে বিএনপির কিছু নেতাকর্মী। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছাত্রদল-যুবদলের পাঁচজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ কলোনীর মৃত ইউসুফ সিদ্দিকীর ছেলে মো. মাহবুব সিদ্দিকী (৩৫), বাকলিয়া থানার ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের ওমরা মিয়া সওদাগরের বাড়ির মৃত নুরুল আবছারের ছেলে মো. এরফান (৩০), একই ওয়ার্ডের ইয়াকুব আলী মেম্বারের বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে নুরুল ইসলাম ওরফে মাসুম (৩৯), একই ওয়ার্ডের ওয়াইজর পাড়ার হাফেজ আহম্মেদ সওদাগর বাড়ির মো. ইউনুসের ছেলে মো. মহিউদ্দিন হাসান ইমন (২০) ও চান্দগাঁও থানার কালুরঘাট ওসমানি পুলের গোড়া এলাকার মো. আইয়ুব খানের ছেলে মো. ইমন খান (২০)।

তারা সবাই ছাত্রদল-যুবদলের নেতাকর্মী বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পাঁচজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, কাজীর দেউড়িতে যুবদলের ‘তারুণ্যের সমাবেশে’ যোগ দিতে চান্দগাঁও ও বাকলিয়া এলাকার বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করে আসার পথে পৌনে ৩টার দিকে চকবাজার থানার চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। পরে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জামালখান মোড়ে এসে সোয়া ৩টার দিকে জামালখান সড়কের বিভিন্ন দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্থিরচিত্র সংবলিত ৪০টি ট্যাম্পার্ড, গ্লাস, ম্যুরাল, নৌকা প্রতীক ভাঙচুর করে। এরপর তারা কাজীর দেউড়ির দিকে অগ্রসর হয়। পরে আসকারদিঘী সংলগ্ন আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের কাচের নামফলক, সিসি ক্যামেরা, মানবতার দেয়াল ভাঙচুর করে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024