Bangladesh

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৫ উখিয়া
ছবি: উইকিমিডিয়া কমন্স/Seyyed Mahmoud Hosseini/Tasnim News Agency প্রতীকী ছবি

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৫

Bangladesh Live News | @banglalivenews | 08 Jul 2023, 12:18 am

ঢাকা, ৭ জুলাই ২০২৩ : কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী দুই গ্রুপের গোলাগুলিতে পাঁচজন রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-৮ (পশ্চিম অংশ) এর বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর মো. নজিমুল্লাহ। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, আজ শুক্রবার ভোরে ৮ নং ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত আরও দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এপিবিএন অধিনায়ক জানান- গুলাগুলির এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গারা জানান, ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার ভোরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতংক বিরাজ করছে।

এপিবিএন’র সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ক্যাম্পে একাধিক সন্ত্রাসী গ্রুপের তৎপরতা রয়েছে। পুলিশ এদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, ক্যাম্পে সন্ত্রাসী কর্মকান্ডে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। শুক্রবারে বন্দুক যুদ্ধের ঘটনায় যারা জড়িত তাদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024