Bangladesh

ইউএনও’র উপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ আরও ২ জন আটক
আটক আসাদুল ও সান্টু (ফাইল ছবি)।

ইউএনও’র উপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ আরও ২ জন আটক

Bangladesh Live News | @banglalivenews | 05 Sep 2020, 12:55 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২০ : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ আরও ২ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, এ নিয়ে ইউএনও’র উপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফরকৃতরা হলো- আসাদুল, সান্টু ও নবীরুল।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মোট ছয় জনকে আটক করা হয়। এদের মধ্যে যুবলীগ নেতা জাহাঙ্গাীরসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। রেজা আহমেদ ফেরদৌস বলেন, ‘জবানবন্দিতে আসাদুল জানান ইউএনও হামলার মূল পরিকল্পনাকারী হলেন নবীরুল। সে আরও জানায়, ইউএনও’র বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করে তারা। আরও তদন্ত করে ঘটনার মোটিভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

 

তিনি জানান শুক্রবার ভোরে আসাদুল হক (৩৫) কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যানুযায়ী বিকেলে ঘোড়াঘাট এলাকা থেকে সান্টু ও নবীরুলকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো, মমিনুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতি ও শুক্রবার ভোরে ৪ জনকে আটক করা হয়েছে। পরে বিকেলে আরও ২ জনকে আটক করে র‌্যাব।

 

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট উপজেলা পরিষদেও নৈশ্য প্রহরী পলাশ আহম্মেদকে আটক করা হয়। তার দেয়া তথ্যানুযায়ী শুক্রবার ভোরে অপর ৩ জনকে আটক করা হয়। আটকরা হলেন, ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৩৫)। শিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ আলম (৩৪) ও আসাদুল হক (৩৫)।

 

আটককৃতদের পুলিশ, র‌্যাব সদস্য ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদ শেষে যুবলীগ নেতা জাহাঙ্গীরসহ ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ মো. আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার সকালে আহত ইউএনও’র বড় ভাই শেখ ফরিদ উদ্দিন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

 

উল্লেখ্য, গত বুধবার দিবাগত মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদের নৈশ্য প্রহরীকে বেধে রেখে সন্ত্রাসীরা পিপিই পরিধান অবস্থায় বাসায় প্রবেশ করে নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরে বেধম আঘাত করে। বাসায় থাকা নির্বাহী কর্মকর্তার পিতা শেখ ওমর আলী তাকে বাচাতে এগিয়ে আসলে তাকেও সন্ত্রাসীরা বেদম প্রহার করে। ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম, তার পিতা শেখ ওমর আলীকে উদ্ধাার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024