Bangladesh

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামঃ সুইজারল্যান্ড জয় করলেন হাসিনা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামঃ সুইজারল্যান্ড জয় করলেন হাসিনা

| | 31 Mar 2017, 09:09 am
ঢাকা, জানুয়ারি ২১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেকে মেলে ধরবার চেষ্টা করছেন বিশ্ব নেত্রী হিসেবে।

সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশ এখন অগ্রগতির পথে।

 

নিজেকে মেলে ধরেছেন সেই উন্নয়নের পথে অগ্রসর হওয়া দেশের কাণ্ডারি রূপে।

 

বিশ্বনেতাদের মাঝে নিজের স্থান যে উনি করতে পেরেছেন তাঁর উদাহরণ হল কিছুদিন আগে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় যোগ দিয়ে এলেন।

 

বাংলাদেশের উনি প্রথম নেত্রী যিনি এই সম্মেলনে অংশগ্রহণ করলেন।

 

সেখানে বিভিন্ন আলোচনা পর্বে, নিজের দেশের উন্নয়নের কথা তুলে ধরবার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন সমস্যা কিভাবে দূর করা যায় তাতেও নিজের মতামত দেন উনি।

 

কৃষক, জেলে, কারুশিল্পী ও নারীদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে সম্মিলিতভাবে পৃথিবীর সকল মানুষকে  আহ্বান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

উনি নিজের বক্তব্যে প্যারিস চুক্তি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন।

 

বুধবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের দাভোসের কংগ্রেস সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘লিডিং দ্য ফাইট এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ‘ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

"‘আমাদের কৃষক, জেলে, কারুশিল্পী, নারীরা দিনকে দিন অধিকতর ঝুঁকিতে পড়ছে," হাসিনা বলেন।

 

উনি বলেনঃ "তাদের জরুরি সহায়তা প্রয়োজন।"

 

হাসিনা আরও বলেন যে জীবন, শস্য, কৃষি, সম্পদ রক্ষায় সমাধান করবার লক্ষ্যে গবেষণা ও বিশ্ববাণিজ্য  বাড়ানোর প্রয়োজন আছে।

 

হাসিনা বুধবার জানিয়েছেন যে এই দেশের তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করবার জন্য ওনার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

উনি আরও বলেন যে এই পোশাক ও বস্ত্রশিল্পের দেশের অগ্রগতিতে বিশাল অবদান আছে।

 

দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে ‘শেপিং এ নিউ ওয়াটার ইকোনমি’ শীর্ষক এক কর্মশালায় কথা বলবার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

"আমরা এই শিল্পকে পরিবেশবান্ধব করার চেষ্টা করছি," হাসিনা বলেন।

 

উনি আরও বলেন যে ওনার দেশের ৩৮টি কারখানার এলইইডি সনদপত্র রয়েছে।

 

বক্তব্য রাখার সময় হাসিনা শিল্পায়নে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়টি তুলে ধরেন।

 

হাসিনা আরও বলেনঃ "আমরা সবার জন্য নিরাপদ পানি এবং পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি।"

 

হাসিনা বুধবার বলেছেন সার্কের কার্যকারিতা এখনও শেষ হয়নি।

 

উনি বলেন সার্কের এখনও অনেক জায়গায় কাজ করবার সুযোগ আছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের ডাভোস কংগ্রেস সেন্টারে ৪৭তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ‘হারনেসিং রিজিওনাল কো-অপারেশন ইন সাউথ এশিয়া’ শীর্ষক একটি ইন্টারেক্টিভ সেশনে নিজের মত বিনিময় করবার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

হাসিনা বলেনঃ "সার্কের কাযকারিতা এখনো শেষ হয়ে যায়নি বলে আমি মনে করি।"

 

উনি বলেন পৃথিবীর এই প্রান্তে দেশগুলি, যাদের নিয়ে সার্ক, তাড়া ভাবা উচিত এখন কিভাবে  দারিদ্র্য মোচন করা যায়।

 


জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করবার বিষয় হাসিনা বলেন যে ওনার দেশ তার জন্য অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করতে শুরু করেছে।

 

এই সম্মেলনের জন্য সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফরে গেছিলেন হাসিনা।
 

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024