Bangladesh

সরকারের চলতি মেয়াদে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ শতাংশ বাংলাদেশ মন্ত্রিসভা
ছবি: পিআইডি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন

সরকারের চলতি মেয়াদে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ শতাংশ

Bangladesh Live News | @banglalivenews | 19 Apr 2022, 03:31 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ এপ্রিল ২০২২: বর্তমান সরকারের চলতি মেয়াদে (২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত) গত প্রায় ৩৯ মাসে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তসমূহের ৮৯ দশমিক ০৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে চলতি বছরের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত মন্ত্রিসভার মোট ৮৯টি বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার এসব বৈঠকে সিদ্ধান্ত আসে ৭৪৮টি। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৬৬৬টি। সে হিসাবে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮৯ দশমিক ০৪ শতাংশ। একই সময়ে নেওয়া সিদ্ধান্তসমূহের মধ্যে বর্তমানে ৮২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।

সরকারের চলতি মেয়াদে ৮১টি আইন এবং পাঁচটি অধ্যাদেশ জারি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠক থেকে ৫৯টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৩৬টি। বাস্তবায়নের এ হার ৬১ দশমিক ০২ শতাংশ। এছাড়া এসময়ে নেওয়া সিদ্ধান্তসমূহের মধ্যে ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, ২০২১ সালের একই সময়ে (জানুয়ারি-মার্চ) পাঁচটি মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত আসে ৪১টি। এর মধ্যে বাস্তবায়ন হয়েছিল ২০টি। গত বছর প্রথম তিন মাসে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৪৮ দশমিক ৭৮ শতাংশ।

তিনি আরও জানান, গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) মন্ত্রিসভা বৈঠকে চারটি নীতি বা কর্মকৌশল এবং চারটি চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয়েছে। এসময়ে সংসদে আইন পাস হয়েছে চারটি।

গত বছর একই সময়ে (জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছিল একটি। এছাড়া চুক্তি বা প্রটোকল অনুমোদিত হয় চারটি এবং সংসদে আইন পাস হয়েছিল ছয়টি।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024