Bangladesh

ঈদের চারদিনে জাতীয় অর্থোপেডিকে ৯৮২ রোগী ঈদে আহত
ছবি: সংগৃহিত হাসপাতালে ভর্তি আহতদের কয়েকজন

ঈদের চারদিনে জাতীয় অর্থোপেডিকে ৯৮২ রোগী

Bangladesh Live News | @banglalivenews | 15 Jul 2022, 03:52 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ জুলাই ২০২২: রাজধানীতে কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে ও বাইক দুর্ঘটনায় আহত হয়ে ঈদের দিন সকাল থেকে বুধবার (১৩ জুলাই) রাত ১২টা পর্যন্ত চারদিনে ৯৮২ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৮০ শতাংশ মানুষ পশু কোরবানি দিতে এবং মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন এবং ২৭ জনের অবস্থা গুরুতর, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) জাতীয় অর্থোপেডিক হাসপাতালে রোগীর নাম এন্ট্রি করার দায়িত্বরত নার্সরা জানান, ঈদের দিন সকাল থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত হাত-পা কাটা ও বাইক দুর্ঘটনায় আহত হয়ে ৭৫২ জন হাসপাতালে এসেছেন। এর মধ্যে ঈদের দিন (১০ জুলাই) এসেছেন ২৭০ জন (পুরুষ ২১৬ জন ও নারী ৫৪ জন), ঈদের পর দিন ১১ জুলাই এসেছেন ২৬১ জন (পুরুষ ১৯৮ ও নারী ৬৩), ঈদের তৃতীয় দিন ১২ জুলাই এসেছেন ২৩০ জন (পুরুষ ১৭৪ ও নারী ৫৬) ও চতুর্থ দিন ১৩ জুলাই এসেছেন ২২১ জন (পুরুষ ১৬৩ ও নারী ৫৮)। তাদের মধ্যে ৮০ শতাংশ মানুষ পশু কোরবানি দিতে বা মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। বাকিরা বাইক ও সড়ক দুর্ঘনায় আহত হয়েছেন।

নার্সরা জনান, গত চারদিনে মোটরসাইলে আহত হয়ে ২০৩ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে আহতদের মধ্যে ২৭ জন ছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ২৭ জনের অবস্থা গুরুতর।

জরুরি বিভাগের সিনিয়র চিকিৎসক তপন কুমার পাল বলেন, কোরবানির পশু কাটতে গিয়ে প্রতি বছর হাত-পা কেটে অনেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এবার এর সংখ্যা কিছুটা বেশি। ঈদের দিন থেকে পরবর্তী তিনদিনের অধিকাংশই কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন।

তিনি জানান, গ্রাম থেকে আসা অপেশাদার কসাইয়ের পাশাপাশি অসাবধানতা কিংবা অসচেতনতার কারণে কোরবানি দিতে গিয়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। আর তাতে কারও হাত, কারও পা অথবা শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। এগুলোর পাশাপাশি কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাতে আহত হয়েছেন অনেকেই।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024