Bangladesh

নিষেধাজ্ঞার আগের দিনে মাওয়ায় মোটরসাইকেলের ঢল মোটরসাইকেল
ছবি: সংগৃহিত মাওয়া ফেরিঘাটে মোটরসাইকেলের ভীড়

নিষেধাজ্ঞার আগের দিনে মাওয়ায় মোটরসাইকেলের ঢল

Bangladesh Live News | @banglalivenews | 07 Jul 2022, 05:44 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ জুলাই ২০২২: বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে সাতদিনের জন্য মহাসড়কে মোটরসাইকের চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞার আগে বুধবার শেষদিনে ঈদকে কেন্দ্র করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলামুখী মোটরসাইকেল আরোহীদের ঢল দেখা গেছে মাওয়া টোলপ্লাজা অভিমুখের সড়কে। সেতুতে নিষেধাজ্ঞার পর মোটরসাইকেলের উপস্থিতি অনেকটাই কমে গেলেও বুধবার দিনভর তা কয়েকগুণ বেশি দেখা যায়।

মোটরসাইকেল নিয়ে আরোহীরা সেতুতে ওঠার চেষ্টা করলেও তাদের টোলপ্লাজার অভিমুখ থেকে বিকল্প পথে যাওয়ার জন্য ফিরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে পিকআপ ও ট্রাকে পণ্য হিসেবে দিনভর মোটরসাইকেল পারপারের চিত্র দেখা গেছে।

এদিকে বুধবার দিনভর শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে চলেনি কোনো ফেরি। এতে বাড়তি খরচ ও ভোগান্তির কথা জানিয়েছেন মোটরসাইকেল আরোহীরা।

মাওয়া টোলপ্লাজা সংলগ্ন মাঠে ও সামনে সড়কে দেখা যায় সারি সারি মোটরসাইকেল। অনেকে পরিবারসহ এসেছেন। ছোট পিকআপে ৫-৬টি আর বড় ট্রাকে ১০-১৫টি করে মোটরসাইকেল উঠানো হয়। আরোহীরা নিজেরাই ধরাধরি করে এসব যানবাহনে মোটরসাইকেল উঠাচ্ছেন। এরপর ত্রিপল দিয়ে ঢেকে নিয়ে যাচ্ছেন টোলপ্লাজায়। সেতু পারাপারে প্রতি মোটরসাইকেল বাবদ এক থেকে দেড় হাজার করে ভাড়া নেওয়া হচ্ছে।

পিকআপে মোটরসাইকেলসহ পদ্মা সেতু পার হচ্ছিলেন মিতা আক্তার। তিনি বলেন, ‘আমরা মধ্যবিত্ত। চার চাকার গাড়ি কেনার সামর্থ্য নেই। যাবো খুলনা। ঢাকায় গাড়ির টিকিট নিয়ে তো যুদ্ধ চলে। মোটরসাইকেল রেখে যাবো? চুরি হয়ে যেতে পারে। তাই মোটরসাইকেলে যাচ্ছি। এখন তো সেতু দিয়ে যেতে দিচ্ছে না তাই পিকআপে যাচ্ছি। তবে বেশি ভাড়া লাগছে।’

ট্রাকে করে মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়া ইয়াসির হোসাইন বলেন, ‘আমাদের বাড়ি শরীয়তপুর। পদ্মা সেতু প্রকল্পে আমাদের জায়গাও গেছে। এখন ফেরি নেই, আবার সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ। তাই বাধ্য হয়ে ট্রাকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি।’

ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলেন মো. মিজবাউদ্দিন। তিনি বলেন, ‘কাল থেকে মহাসড়কেও মোটরসাইকেল চলতে পারবে না। তাই আজই বাসায় চলে যাচ্ছি। তবে নিষেধাজ্ঞার কারণে আমাদের মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। ফেরিঘাটে দুই ঘণ্টা বসে থেকেও ফেরি পাইনি। আমরা কি বাড়িতে যাবো না? আমরা কি ঈদ করবো না?’

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, দিনভর নির্বিঘ্নেই যাত্রী-যানবাহন পারাপার হয়েছে। অনেক মোটরসাইকেল এসেছে, তাদের বিকল্প পথে যাওয়ার জন্য বলা হয়েছে। ট্রাকে করে মোটরসাইকেল ও যাত্রী পারাপার করায় তিনটি ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024