Bangladesh

সংরক্ষিত আসনে বর্তমান এমপিদের সুযোগ দেবে না আ.লীগ আওয়ামী লীগ

সংরক্ষিত আসনে বর্তমান এমপিদের সুযোগ দেবে না আ.লীগ

Bangladesh Live News | @banglalivenews | 27 Jan 2024, 08:27 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৪ : সংরক্ষিত আসনের বর্তমান এমপিদের দ্বাদশ জাতীয় সংসদে মনোনয়ন না দেওয়ার বিষয়ে ভাবছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দুই দফার বৈঠকে দলটির হাইকমান্ড থেকে এরই মধ্যে মনোনয়ন-প্রত্যাশীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নতুনদের সুযোগ দিতে চায় আওয়ামী লীগ। কাজেই বর্তমানে যারা এমপি আছেন তাদের এবার আর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা থাকছে না। তবে হাইকমান্ড চাইলে দুই চারজনের ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে।

বৃহস্পতিবার গণভবনে দলের সভাপতির সঙ্গে মনোনয়ন-প্রত্যাশীরা বৈঠক করেন। সেখানে ২৫ থেকে ৩০ জন মনোনয়ন-প্রত্যাশী বক্তব্য রাখেন। বৈঠককালে দলের প্রধান দ্বাদশ সংসদে সংরক্ষিত আসনে নতুনদের সুযোগ দিতে বলেন। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মনোনয়ন-প্রত্যাশীরা। দুই বৈঠকেই দলের হাইকমান্ডের পক্ষ থেকে বর্তমান সংরক্ষিত এমপিদের মনোনয়ন না দেওয়া বিষয়টি উঠে এসেছে।

বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বর্তমান কয়েকজন সংরক্ষিত এমপি, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সবাই দ্বাদশ সংসদেও আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী।

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গণভবনে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন-প্রত্যাশীরা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের নারী নেত্রী ও মনোনয়নপ্রত্যাশীরা প্রধানমন্ত্রীকে তাদের মনোনয়ন পাওয়ার ইচ্ছার কথা জানান।

সংরক্ষিত আসনের এক সংসদ সদস্য বক্তব্য রাখতে গেলে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমি তো তোমাকে গতবার এমপি বানিয়েছি। আবার দাঁড়িয়েছ কেন? বসো বসো।’ বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, ঝিনাইদহের সংরক্ষিত সংসদ সদস্য খালেদা খানম দলের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘তুমি কি রানিং (বর্তমান সংসদ সদস্য)? রানিং থাকলে অন্যদের সুযোগ দাও। আমি যতটুকু জানি রিপিট (পুনরায়) হওয়ার সম্ভাবনা নেই। তুমি অযথা টেনশন করিও না। নেত্রী তোমাকে দিলে দিতে পারেন।’

এ সময় আরেক নেত্রীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কোনো কেন্দ্রীয় নেতা কি প্রতিশ্রুতি দিয়েছেন যে তুমি পাবে? উত্তরে নেত্রী বলেন, না। তাহলে তুমি কীভাবে জিজ্ঞাসা করে যে তোমাকে নমিনেশন দেওয়া হবে কি না।’  উত্তরে মহিলা নেত্রী বলেন, ‘আগে থেকে জানতে পারলে টাকা খরচ হবে না।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024