Bangladesh

এমটিএফইর মতো উচ্চপ্রযুক্তির দুর্নীতি ধরতে জাইকার সাহায্য চায় দুদক দুদক-জাইকা
ছবি: সংগৃহিত

এমটিএফইর মতো উচ্চপ্রযুক্তির দুর্নীতি ধরতে জাইকার সাহায্য চায় দুদক

Bangladesh Live News | @banglalivenews | 22 Aug 2023, 12:57 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ আগস্ট ২০২৩ : প্রথাগত নিয়ম-কানুনের বাইরে গিয়ে এমটিএফইর মতো উচ্চপ্রযুক্তির দুর্নীতি শনাক্ত ও প্রতিরোধে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির মতে, ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল ফরেনসিক অ্যাকাউন্ট ও সাইবার ক্রাইমের মতো হাই টেকনিক্যাল কাজগুলোর বিষয়ে দুদক কর্মকর্তাদের যথেষ্ট জ্ঞান নেই। শুধু দুদক নয়, অপরাধ ও দুর্নীতি নিয়ে কাজ করা বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠানেরই উচ্চপ্রযুক্তি সংক্রান্ত অপরাধের বিষয়ে স্বচ্ছ ধারণা নেই। জাইকা চাইলে সে বিষয়ে দুদককে সহায়তা করতে পারে।

রোববার জাইকার দুই সদস্যের একটি প্রতিনিধি দল দুদক সচিব মো. মাহবুব হোসেনসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। সেখানেই মূলত দুদকের পক্ষ থেকে উচ্চপ্রযুক্তির মাধ্যমে সংগঠিত দুর্নীতি শনাক্ত ও প্রতিরোধে সরাসরি সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানা গেছে। গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকে জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র প্রোগ্রাম অফিসার আলিমুল হাসান ও সিনিয়র উপদেষ্টা তাকিন্দা নবুহিসা উপস্থিত ছিলেন।

দুদক সচিব মো. মাহবুব হোসেন বলেন, প্রতিনিধি দল দুদকের কার্যপ্রণালি, কার্যবিধি ও আইনকানুন সম্পর্কে ধারণা নিয়েছে। দুর্নীতি দমন ও প্রতিরোধে দুদক কর্মকর্তাদের দক্ষতা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে সম্পর্কে মতবিনিময় হয়েছে। এখানে সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আলোচনা হয়নি।

বৈঠকে উপস্থিত দুদকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অনলাইন ট্রেডিংয়ের নামে বাংলাদেশিদের হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। সম্প্রতি  এমটিএফই নামের একটি প্রতিষ্ঠান অনলাইন ট্রেডিংয়ের নামে বাংলাদেশিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে। অথচ অধিকাংশ সরকারি এজেন্সির ধারণাই ছিল না এসব প্রতিষ্ঠান কীভাবে কাজ করে। কোনো সরকারি এজেন্সির কোনো নজরদারিই ছিল না। লুটপাটের পর এখন আলোচনা হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় ঠিকই সাধারণ মানুষ প্রতারিত হলো। আগে থেকে যদি উচ্চপ্রযুক্তির এসব ট্রেডিং সম্পর্কে ধারণা থাকত, তাহলে ওই অপরাধ সংগঠিত হওয়ার আগেই প্রতিরোধ করা যেত।

কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশ, মঙ্গোলিয়া, নেপাল ও ভিয়েতনামসহ পাঁচটি উন্নয়ন সহযোগী দেশকে ফোকাস করে বর্তমানে কাজ করছে জাইকা। এটা তাদের ধারাবাহিক কর্মকাণ্ড। রোববারের বৈঠকে দুদক দুর্নীতি দমন ও প্রতিরোধমূলক কাজ কীভাবে করে এবং এ বিষয়ে দুদকের কর্মকর্তারা কতটুকু দক্ষ কিংবা তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি আছে কি না, সেটা জানতে চেয়েছে জাইকার প্রতিনিধিদল। দেশের জনগণকে সম্পৃক্ত করে কীভাবে দুর্নীতি প্রতিরোধের কাজ করা যায়, সে সম্পর্কে ধারণা নিয়েছেন তারা।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024