Bangladesh

ভৈরবে মালবাহী ট্রেনের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে: স্টেশন মাস্টার ট্রেন দুর্ঘটনা
সংগৃহিত দুর্ঘটনাকবলিত ট্রেন, ইনসেটে স্টেশন মাস্টার মো. ইউসুফ

ভৈরবে মালবাহী ট্রেনের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে: স্টেশন মাস্টার

Bangladesh Live News | @banglalivenews | 25 Oct 2023, 02:00 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৫ অক্টোবর ২০২৩: কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনায় মালবাহী ট্রেনের চালক ও গার্ডের গাফিলতি রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. ইউসুফ। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিমত জানান।

স্টেশন মাস্টার বলেন, এ ঘটনায় মালবাহী ট্রেনের ৩ জনকে বরখাস্তের পাশাপাশি দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আরেকটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

তিনি বলেন, যেহেতু একটি লাইনে দুটি ট্রেন চলার কোনো নিয়ম নেই সেহেতু এ দুর্ঘটনার জন্য অবশ্যই মালবাহী ট্রেনের গাফিলতি রয়েছে। ঘটনার পর ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে। বর্তমানে এগারসিন্দুর ট্রেন চলাচলের জন্য স্টেশন থেকে অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ভৈরবে। রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধার অভিযানে কাজ করে পুলিশ, ফায়ার সার্ভিস, বিজিবি, র‌্যাব, আনসার সদস্য ছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী ও রেড ক্রিসেন্ট সদস্যরা। রাত পর্যন্ত সবাই মিলে ১৭টি লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় আহত হয়েছন শতাধিক যাত্রী।

রাত সাড়ে ৭টায় মালবাহী ট্রেনটি সরিয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন কাজ শুরু করে। রাতের মধ্যেই উল্টে যাওয়া এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024