Bangladesh

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সাভার থেকে রাজশাহীতে আফরোজা আফরোজা
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সাভার থেকে রাজশাহীতে আফরোজা

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 29 Jan 2023, 06:03 pm

ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৩ : রাজশাহী গেছেনন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নতুন সাজে সেজেছে রাজশাহী। নগরীজুড়ে এখন সাজ সাজ রব। এরইমধ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজশাহী আসতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে জনসভা স্থলে আসছেন অনেক সাধারণ মানুষ।

আফরোজা আখতার নামের এ নারীও এসেছেন প্রধানমন্ত্রীকে সামনাসামনি একবার দেখতে। শনিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ফায়ার সার্ভিস মোড়ে বসে থাকতে দেখা যায় আফরোজাকে। প্রধানমন্ত্রীকে দেখতে একদিন আগেই হাজির হয়েছেন তিনি।

আফরোজা বলেন, আমার জীবনের একটাই ইচ্ছা আমি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার দেখতে চাই। আমি তার সঙ্গে কথা বলতে চাই, তাকে আমার আঁকা ৩টি ছবি উপহার দিতে চাই।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো বলে না খেয়ে শনিবার সকালে সাভারের নবীনগর থেকে রাজশাহী এসেছি। তিনি বলেন, আমার বাবা চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। বাবার মুখে শুনেছি বঙ্গবন্ধু কীভাবে দেশের উন্নয়নে কাজ করেছেন। তার ডাকে কীভাবে সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, কীভাবে তাকে হত্যা করা হয়েছে।

বাবার কাছে শুনেই আমার ভেতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার খুব ইচ্ছা হয়। আমি ছোটবেলা থেকেই চেষ্টা করেছি তার সঙ্গে দেখা করার, কিন্তু পারিনি।
আফরোজা আখতার আরও বলেন, আমি এখানে এসেছি আমার বড় মেয়ের অনুপ্রেরণায়। আমার এখানে আসার খবর আমার স্বামী জানেন না। শনিবার সকাল থেকে আমি এখানে না খেয়ে বসে আছি। আমার একটাই চাওয়া, শুধু একবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই।

আফরোজা বলেন, আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি শুধু একবার দেখা করে কথা বলতে চাই। প্রধানমন্ত্রীকে নিজ হাতে আঁকা ৩টি ছবি উপহার দিতে চাই। একটি বঙ্গবন্ধুর ছবি, একটি প্রধানমন্ত্রীর ছবি ও একটি স্বপ্নের পদ্মা সেতুকে নিয়ে আঁকা। এছাড়া আমার জমানো টাকা দিয়ে ও আমার নকশা করা একটি নৌকা তৈরি করেছি।

সর্বশেষ শিরোনাম

সংসদের বিশেষ অধিবেশন বসছে ৬ এপ্রিল Wed, Mar 22 2023

মাদারীপুরে চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড Wed, Mar 22 2023

যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো পদক্ষেপ প্রয়োজন : সিএনএনকে শেখ হাসিনা Wed, Mar 22 2023

বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি Tue, Mar 21 2023

উন্নয়ন প্রকল্পে দেশে তৈরি গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর Tue, Mar 21 2023

৯৯৯-এ ফোন করে বলতে হবে না নাম-ঠিকানা-অবস্থান Tue, Mar 21 2023

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে সক্ষম করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী Tue, Mar 21 2023

গুলিস্তানে ৩ মরদেহ উদ্ধারের জন্য পদক পেলো র‌্যাবের ‘চিতা’ Tue, Mar 21 2023

ইভিএম-এ ভোটগ্রহণ নিয়ে ধোঁয়াশা কাটছে না Tue, Mar 21 2023

ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে টঙ্গী, সাভার ও কেরানীগঞ্জ Tue, Mar 21 2023