Bangladesh

এবার বয়স ১৮ হলেই বুস্টার ডোজ করোনার টিকাকরণ
ফাইল ছবি টিকা নিচ্ছেন এক নারী

এবার বয়স ১৮ হলেই বুস্টার ডোজ

Bangladesh Live News | @banglalivenews | 17 Mar 2022, 12:53 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ মার্চ ২০২২: এবার বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমাও কমিয়ে এনেছে সরকার। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, বয়স ১৮ বছর হলেই করোনাভাইরাসের টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে।

বুধবার (১৬ মার্চ) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভা শেষে সংবাদ সম্মেলনে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ডোজ করোনার টিকা দেওয়ার এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জাহিদ মালেক বলেন, টিকা নিয়ে প্রতিনিয়ত একটা মাইলফলক হয়। কিছু দিন আগে একদিনে এক কোটি ২০ লাখ টিকা দেওয়া হয়েছে। আমরা একটি প্রোগ্রাম করছি। যেমনটা আগেও করেছি। সেটি হবে বুস্টার ডোজ, দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজও বটে। এ কার্যক্রমটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাল থেকে শুরু হবে। চলবে ৩১ মার্চ পর্যন্ত।

১৭ মার্চ থেকে ৩১ মার্চ সব মিলিয়ে আমরা একটি বিশাল কার্যক্রম হাতে নিয়েছি মন্তব্য করে তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে তিন কোটি ২৫ লাখ ডোজ টিকা দিতে আমরা বদ্ধপরিকর। আমরা দিতে চাই। আশা করি, সেটা দিতে পারবো।

সেইসঙ্গে বুস্টার ডোজ দেওয়ার সময়সীমা কমিয়ে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগে দ্বিতীয় ডোজ দেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ দেওয়ার নিয়ম থাকলেও সেটি কমিয়ে এনে চার মাস করা হয়েছে। আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশেষ কর্মসূচির আওতায় ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে, সেদিন থেকেই এই নিয়ম কার্যকর হবে।

এদিন (১৬ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি থেকে অতীব জরুরি লেখা চিঠিতে এই পুরো ক্যাম্পেইনের কার্যক্রম প্রসঙ্গে বলা হয়, বুস্টার ডোজ নেওয়ার বয়স ৪০ বছরের পরিবর্তে ১৮ বছর করা হয়েছে। অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের টিকা প্রাপ্যতা অনুযায়ী বুস্টার ডোজ হিসেবে প্রদান করতে হবে।

১২ বছরের বেশি বয়সীরা যারা এখনও টিকার প্রথম ডোজ নেয়নি, তাদেরও এই ক্যাম্পেইনে টিকা নেওয়ার জন্য আহ্বান করতে হবে।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024