Bangladesh

বিয়েসহ সব সামাজিক জনসমাগম বন্ধ করোনাভাইরাস
ফাইল ছবি সবচেয়ে বেশি জনসমাগম হচ্ছে হাট-বাজারে

বিয়েসহ সব সামাজিক জনসমাগম বন্ধ

Bangladesh Live News | @banglalivenews | 21 Jan 2022, 03:36 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ জানুয়ারি ২০২২: করোনার সংক্রমণ রোধে বিয়েসহ সব ধরনের সামাজিক জনসমাগম বন্ধ রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এটি বাস্তবায়নে তিনি জেলা প্রশাসকদের সহায়তাও চেয়েছেন। মন্ত্রী বলেন, ‘বিয়েসহ সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। ডিসি সম্মেলনে এ বিষয়গুলো আমরা তুলে ধরেছি।’

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে একটি অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওমিক্রনের লাগাম টেনে ধরতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি, আপনারা গতবার যেভাবে করোনা নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন, এবারও সেটা করতে হবে। স্বাস্থ্যবিধি বাস্তবায়নের মূল হাতিয়ার আপনারা।’

জাহিদ মালেক বলেন, ‘বাসে, ট্রেনে, স্টিমারে যখন লোক চলবে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। ল্যান্ড-পোর্ট, সি-পোর্টসহ বিভিন্ন পোর্ট যেন তারা ঠিকমতো দেখেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা অনেক সময় এটি ঠিক মতো মানেন না। এ বিষয়ে তাদের নজরদারি করতে বলেছি, যেন কোয়ারেন্টাইন ঠিক মতো হয়।’

জেলা প্রশাসকদের পক্ষ থেকে জেলা পর্যায়ে হাসপাতাল চাওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তাদের একটা দাবি ছিল বিভিন্ন জেলা পর্যায়ে হাসপাতাল। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮টি হাসপাতালের উদ্বোধন করেছেন। সামনে এমন আরও হাসপাতাল করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি।’

তিনি আরও জানান, আমরা বুস্টার ডোজ দিয়ে যাচ্ছি, আমরা একমাসের মধ্যে ১ কোটি ২৫ লাখ ছাত্রকে ভ্যাকসিন দিয়ে ফেলেছি। ৯০ শতাংশের বেশি তারা ভ্যাকসিনেটেড হয়ে গেছে। আমরা প্রত্যেকটি জেলা হাসপাতালে ১০ বেড আইসিইউ, ১০ বেড ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছে, যেটা এখন ইনস্টলেশনের পর্যায়ে রয়েছে। আগেই এটা একনেকে পাস করা। সুতরাং, অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আমরা আলোচনা করেছি, আশা করি তারা (ডিসি) কঠোর পদক্ষেপ নেবে।’

সর্বশেষ শিরোনাম

জঙ্গিবাদের উর্বর স্থান হতে পারে রোহিঙ্গা ক্যাম্প Thu, Jun 01 2023

সরকারি খরচে বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণ নয়: প্রধানমন্ত্রীর নির্দেশনা Thu, Jun 01 2023

গুগলের তথ্যের ভিত্তিতে শিশু যৌন নিপীড়ককে গ্রেপ্তার করা হয়েছে Thu, Jun 01 2023

জ্বালানি তেলে সরকার ভর্তুকি দেয় না: জ্বালানি প্রতিমন্ত্রী Thu, Jun 01 2023

সরকারের পদক্ষেপে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ সম্ভব হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী Thu, Jun 01 2023

তারেক-জোবায়দার মামলায় হট্টগোলে বিএনপিপন্থি ২৮ আইনজীবীর নামে জিডি Wed, May 31 2023

জাতীয় গ্রিডে যুক্ত হলো প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র Wed, May 31 2023

কাউকে হারিয়ে বা জিতিয়ে দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়: সিইসি Wed, May 31 2023

বাজেট অধিবেশন শুরু Wed, May 31 2023

সুষ্ঠু নির্বাচন সমর্থনকারীদের ভয়ের কিছু নেই: পিটার হাস Wed, May 31 2023