Bangladesh

রোহিঙ্গাদের কার্যক্রম ঘুরে দেখলেন ১০ দেশের রাষ্ট্রদূত ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প
ছবি: সংগৃহিত ভাসানচরে ১০ দেশের রাষ্ট্রদূতগণ

রোহিঙ্গাদের কার্যক্রম ঘুরে দেখলেন ১০ দেশের রাষ্ট্রদূত

Bangladesh Live News | @banglalivenews | 04 Mar 2022, 07:02 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ মার্চ ২০২২: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পে রোহিঙ্গাদের কর্মমুখী কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণে আসা ১০ দেশের রাষ্ট্রদূত।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ভাসানচরে পৌঁছেন কানাডার হাইকমিশনার লিলি নিকলস, ইউরোপীয় ইউনিয়নের এম্বাসাডর এন্ড হেড অফ ডেলিগেশন চার্লস হোয়াইটলি, জার্মানির রাষ্ট্রদূত এচিম ট্রোস্টার, ইউএসএ এর চার্জ দ্য এফেয়ার্স  হেলেন লাফেন্ড, কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং ক্যাং, ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ভেনিগা, নরওয়ের রাষ্ট্রদূত এস্পেন রিভার, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বর্গ ভন লিন্ডি, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিন এস্টার্স পিটারসন ও ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা।

এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন।

তিনি জানান, ভাসানচরে পৌছানোর পর রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে পরিদর্শন করেন ১০ দেশের রাষ্ট্রদূত। এসময় তারা রোহিঙ্গাদের কর্মমূখীর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা প্রধানমন্ত্রীর দেয়া উপহার স্বরূপ জীবন নির্বাহ সামগ্রী পেয়ে স্বাবলম্বী হওয়া রোহিঙ্গাদের খোঁজ-খবর  নেন। দশটি  দেশের রাষ্ট্রদূত এসময় রোহিঙ্গাদের জন্য তৈরি গার্মেন্টস, লেদার কারখানা, বিভিন্ন হস্তশিল্প, শিশু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের অবস্থান পর্যবেক্ষণে ভাসানচরে আসা ১০ দেশের রাষ্ট্রদূতরা ভাসানচরে কর্মমুখী প্রকল্প ও শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেছেন। রোহিঙ্গাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র উপহার হিসেবে গ্রহণ করেন। এরপর বিকেলে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের উদ্যেশ্যে ভাসানচর ত্যাগ করেন।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের ফলে বাস্তুচ্যুত রোহিঙ্গাদেরকে বাংলাদেশ আশ্রয় দেয়। এছাড়া বিভিন্ন সময়ে আরও কয়েক লাখ রোহিঙ্গা এসে কক্সবাজারের পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের চাপ সামলাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসমানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে একাদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে ২২ হাজার ৬০৪ জন রোহিঙ্গা।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024