Bangladesh

আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
ফাইল ছবি/উইকিমিডিয়া কমন্স/ফ্লিকর/US Dept. of State

আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ: পররাষ্ট্রমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 06 Apr 2023, 01:45 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৬ এপ্রিল ২০২৩ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেনের আমন্ত্রণে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিভিন্ন বিষয় নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হবে আগামী ১০ এপ্রিল। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন মনে করেন, ‘উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে আমেরিকা বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।’

বুধবার (৫ এপ্রিল) স্থানীয় এক হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি বলবো, আমরা ভাগ্যবান। কারণ আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী খুব একটা দাওয়াত দেন না, আমরা পরপর তিনবার পেলাম। আমাদের উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে আমেরিকা যথেষ্ঠ গুরুত্ব দিচ্ছে।’

আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। তারা একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। যখন কোভিড হয়েছিল, আমেরিকা একমাত্র দেশ; যারা আমাদের ১০ কোটিরও বেশি টিকা দিয়েছে বিনা পয়সায় এবং দেশে পৌঁছে দিয়েছে। আমরা অন্য অন্য যে জায়গা থেকে কিনেছি বা যারা দান করেছেন তাদের দেশ থেকে নিজস্ব ব্যবস্থায় আনতে হয়েছে। এরফলে খুব দক্ষতার সঙ্গে আমরা কোভিড ব্যবস্থাপনা করতে পেরেছি।’

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়েছে এবং দিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘অন্যান্য অনেক দেশ প্রথমে ভালো অর্থ দিলেও পরে কমিয়ে ফেলেছে।’

তিনি বলেন, ‘আমেরিকা একটি ইস্যু আমাদের কাছে প্রায়ই তোলে এবং সেটি হচ্ছে তারা চায় বাংলাদেশে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। অবশ্যই বাংলাদেশ সরকারও চায় একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন।’

‘আমেরিকার প্রধান মূল্যবোধ এবং আমাদের প্রধান মূল্যবোধ একই ধরনের’ মন্তব্য করে তিনি বলেন, ’অন্যদের আমাদের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই। কারণ আমাদের প্রত্যেকের রক্তে গণতন্ত্র রয়েছে। আমেরিকা চায় স্বচ্ছ নির্বাচন এবং আমরাও চাই। এ বিষয়ে আমাদের মধ্যে কোনও দ্বিমত নেই।’

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024