Bangladesh

মামলার প্রতিবাদে মোটরসাইকেলে আগুন দিলেন চালক রাজশাহী
ছবি: সংগৃহিত আগুন ধরিয়ে দেওয়ার পর মোটরসাইকেল

মামলার প্রতিবাদে মোটরসাইকেলে আগুন দিলেন চালক

Bangladesh Live News | @banglalivenews | 09 Aug 2022, 06:30 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৯ আগস্ট ২০২২: মামলা দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন আশিক আলী (২৫) নামে এক যুবক। সোমবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে মহানগরীর কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। আশিকের বাড়ি মহানগরীর উপকণ্ঠ কাঁঠালবাড়িয়া এলাকায়। তার বাবার নাম আসাদ আলী।

স্থানীয় লোকজন জানান, আশিক পেশায় একজন বালু ব্যবসায়ী। ছয়মাস আগে তিনি একটি মোটরসাইকেল কেনেন। সোমবার দুপুরে আশিকসহ তিনজন মোটরসাইকেলটিকে করে যাচ্ছিলেন। এসময় আশিকের মাথায় হেলমেট ছিল না।

কোর্ট অকট্রয় মোড়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট আবদুল কাইয়ুম আশিকের মোটরসাইকেলটিকে থামান। এ সময় সার্জেন্ট আশিকের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। এছাড়া তিনজন নিয়ে বাইক কেন চালাচ্ছেন এবং হেলমেট নেই কেন- জানতে চান সার্জেন্ট কাইয়ুম।

এ নিয়ে সার্জেন্ট কাইয়ুমের সঙ্গে আশিকের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আশিক নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভান। তবে আগুন নেভানোর আগেই মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় লোকজন আরো জানান, ঘটনাটি জানতে পেরে আশিকের বাবা আসাদ আলী ঘটনাস্থলে আসেন। পরে আশিক ও তার বাবাকে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়া হয়।

সার্জেন্ট আবদুল কাইয়ুম বলেন, সড়ক আইন লঙ্ঘন করে আশিক মোটরসাইকেলে তিনজন বহন করছিলেন। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। সে জন্য থামানো হয়।

আশিকের কাছে মোটরসাইকেলের কাগজপত্র চাইলে তিনি সেটিও দিতে পারেননি। তাই মামলা দিয়ে গাড়িটি জব্দ করে ট্রাফিক অফিসে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। তখনই রেগে গিয়ে তিনি মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কি খুলে আগুন ধরিয়ে দেন।

সর্বশেষ শিরোনাম

মৌসুমি বায়ু সক্রিয়, ভারী বৃষ্টির আভাস Tue, Oct 03 2023

বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নেতা নির্বাচন করুক, আমেরিকা এটাই চায় Tue, Oct 03 2023

বৃহস্পতিবার ইউরেনিয়াম হস্তান্তর: রূপপুরে উৎসবের আমেজ Tue, Oct 03 2023

আন্দোলনে আপত্তি নেই, সহিংসতা করলে রেহাই দেয়া হবে না: প্রধানমন্ত্রী Tue, Oct 03 2023

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে : ড. সঞ্জয় কে ভরদ্বাজ Tue, Oct 03 2023

এক্সপ্রেসওয়েতে প্রথম মাসে পৌনে ৭ কোটি টাকা টোল আদায় Tue, Oct 03 2023

বিএনপির রাজনীতি বিদেশি প্রভুদের কৃপা নির্ভর : ওবায়দুল কাদের Tue, Oct 03 2023

বাংলাদেশে যেকোনো মূল্যে গণতন্ত্র অব্যাহত রাখার অঙ্গিকার প্রধানমন্ত্রীর Tue, Oct 03 2023

বিদেশে চিকিৎসার বিষয়ে খালেদা জিয়া আপিল বিভাগে যেতে পারেন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল Mon, Oct 02 2023

ভিসানীতি নিয়ে চিন্তিত নয় পুলিশ: ডিএমপির নবনিযুক্ত কমিশনার Mon, Oct 02 2023