Bangladesh

ইউএনওর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আনসার সদস্য কারাগারে অপরাধ
ছবি: ওয়ালপেপার কেভ প্রতীকী ছবি

ইউএনওর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আনসার সদস্য কারাগারে

Bangladesh Live News | @banglalivenews | 16 Mar 2024, 06:36 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ মার্চ ২০২৪ : নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাসের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য আকাশ বিশ্বাসকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

ইউএনও’র আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগে মামলার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ বিশ্বাস খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর গ্রামের মৃত নিহার বিশ্বাসের ছেলে। দুই বছর ধরে তিনি ইউএনও’র নিরাপত্তার দায়িত্বে ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় শুক্রবার এ কথা জানান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি অজ্ঞাত এক ব্যক্তি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের মোবাইল ফোনে কল করে বলে, ‘আপনার একটি অশ্লীল ভিডিও আছে, ১০ লাখ টাকা দিলে ভিডিওটি ডিলিট করে দেওয়া হবে।’

টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ইউএনও’কে খুন-জখম করা হবে বলে হুমকি দেওয়া হয়। ইউএনও’র স্ত্রীর মোবাইল ফোনেও এসব কথা বলে হুমকি দেওয়া হয়।

ইউএনও’র স্ত্রী স্বামীর সম্মান ও জীবনের নিরাপত্তায় পর্যায়ক্রমে হুমকিদাতার ব্যাংক হিসাবে পর্যায়ক্রমে ১০ লাখ টাকা দেন। টাকা পাঠানোকালে  নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য আকাশের কথাবার্তায় সন্দেহ হয় ইউএনও’র স্ত্রীর। এরপর আকাশকে আসামি করে ১২ মার্চ লোহাগড়া থানায় মামলা দায়ের করেন তিনি। ওই মামলার সূত্র ধরে ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে ওসি জানান।

লোহাগড়া থানার ওসি আরও বলেন, ‘লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হুমকি দিয়ে চাঁদাবাজির মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা হওয়ার পর আকাশকে বুধবার গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’ চাঁদাবাজ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে ওসি জানান।

সর্বশেষ শিরোনাম

পবিত্র শবে কদর আজ Sat, Apr 06 2024

অচিরেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হবে: কাদের Sat, Apr 06 2024

টাকা লুট আর সক্ষমতা জানান দিতেই কেএনএফের হামলা: র‌্যাব Sat, Apr 06 2024

পরিবারের কাছে ফিরেছেন সোনালী ব্যাংকের অপহৃত সেই ম্যানেজার Sat, Apr 06 2024

উত্তপ্ত বান্দরবান, পরিস্থিতি পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী Fri, Apr 05 2024

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার উদ্ধার Fri, Apr 05 2024

জনপ্রতিনিধিদের জনগণের সেবা করার মাধ্যমে ভবিষ্যত ভোট নিশ্চিত করার আহ্বান প্রধানমন্ত্রীর Fri, Apr 05 2024

বান্দরবানে চলছে যৌথবাহিনীর অভিযান Fri, Apr 05 2024

তারেক রহমান নেতৃত্বে থাকলে বিএনপি এগুতে পারবে না: ওবায়দুল কাদের Fri, Apr 05 2024

মেট্রোরেলে ১ জুলাই থেকে ভ্যাট কার্যকর Thu, Apr 04 2024